কনস্টেবল বাদল হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

আগের সংবাদ

দুর্ভোগের অবসান চান নগরবাসী : সুপেয় জলের তীব্র সংকট জলজটের খুলনায়

পরের সংবাদ

বিশ্ব পরিবেশ দিবসে ন্যাশনাল লাইফের বৃক্ষরোপণ

প্রকাশিত: জুন ৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। দিবসটি উপলক্ষে রাজধানীর রামপুরা বনশ্রী চত্বরে বেসরকারি সেবা সংস্থা ইকো কনসার্ন এসোসিয়েশনের সহযোগিতায় এ কর্মসূচি পালন করা হয়।
ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন বনশ্রী চত্বরে কয়েকটি বৃক্ষরোপণ করেন। এ সময় ন্যাশনাল লাইফের সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ, জনসংযোগ কর্মকর্তা আমির হোসেন জনি, ন্যাশনাল লাইফের নির্বাহী ও ইকো কনসার্নের সাইফুর রহমানসহ নেতারা উপস্থিত ছিলেন। এ সময় ন্যাশনাল লাইফের সিইও মো. কাজিম উদ্দিন বলেন, বিশ্বের উষ্ণায়ন রোধে সবুজ বনায়ন অপরিহার্য। আমাদের ফলদ ও বনজ গাছ বেশি বেশি করে রোপন করতে হবে।
অনুষ্ঠানে সিএফও প্রবীর চন্দ্র দাস দেশের সব শ্রেণির মানুষকে, বিশেষ করে নবীন প্রজন্মকে পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়