রাজধানীতে ধারণক্ষমতার ৬ গুণ যানবাহন চলাচল করে : ডিএমপি কমিশনার

আগের সংবাদ

মাছ সংরক্ষণ কর্মসূচি : জেলেদের প্রতিও নজর দিতে হবে

পরের সংবাদ

নিষ্ক্রিয় অ্যাকাউন্ট বন্ধ করবে গুগল

প্রকাশিত: মে ২১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মে ২১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

অ্যালফাবেট মালিকানাধীন গুগলের পরিষেবা গ্রহণে জিমেইল অ্যাকাউন্ট চালু করতে হয়। অনেকে প্রয়োজনের সময় অ্যাকাউন্ট খুললেও দীর্ঘমেয়াদে সেটি আর ব্যবহার করেন না। অনেকে পাসওয়ার্ডও ভুলে যান। দুই বছর বা তার বেশি সময় ধরে যেসব অ্যাকাউন্ট নিষ্ক্রিয় সেগুলো বন্ধের উদ্যোগ নিয়েছে গুগল। এনগ্যাজেটে প্রকাশিত খবরের তথ্যানুযায়ী, চলতি বছরের ডিসেম্বর থেকে এসব অ্যাকাউন্ট বন্ধ করা শুরু করবে সফটওয়্যার জায়ান্টটি। মূলত পুরনো অ্যাকাউন্ট থেকে যাতে কোনো ক্ষতি না হয় বা সাইবার আক্রমণের ঘটনা না ঘটে সেটি প্রতিরোধেই এ উদ্যোগ নেয়া হচ্ছে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে। দুই বছর বা তার বেশি সময় ধরে কোনো অ্যাকাউন্ট নিষ্ক্রিয় থাকলে বা সাইন-ইন করা না হলে অ্যাকাউন্টটি ও তার সব কনটেন্ট মুছে দেবে গুগল। জিমেইল, ডকস, ড্রাইভ, মিট, ক্যালেন্ডার, ইউটিউব এবং গুগল ফটোজসহ গুগল ওয়ার্ক স্পেসের সব সেবাও মুছে যাবে একই সঙ্গে। সূত্র: এনগ্যাজেট

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়