সিলিন্ডার কারখানা : বিস্ফোরণে দগ্ধ ৫ জনের মধ্যে একজনের মৃত্যু

আগের সংবাদ

সড়কে শৃঙ্খলা ফেরেনি : বাসের ই-টিকেটিং ভেস্তে গেছে, যাত্রীসেবায় এগিয়ে নগর পরিবহন

পরের সংবাদ

মা যেন

প্রকাশিত: মে ১৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মে ১৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

রোদের জরি চমকালো ওই সবুজ পাতার বনে,
ভোর আজকের জমকালো সই ঢেউ তুলে যায় মনে।
রোদের আদর মেখে ডানায় নাচে পাখির ছানা,
হঠাৎ করে ডাকলো আমায় দূর থেকে কে? মা না?

হাজার পাখির ভিড়ের মাঝে মা যেন এক পাখি,
ছড়ার খাতায় বসে বসে মায়ের ছবি আঁকি।
ঝিরিঝিরি হাওয়া এসে বলল ফুলের কানে,
বলবে আমায় তোমার এত খুশি থাকার মানে?

ফুল হেসে যায় পাপড়ি থেকে সুবাস ঝরে পড়ে,
ফুলের সুবাস প্রজাপতির মনটা উদাস করে!
স্বপ্ন দুয়ার যায় খুলে যায় আর ভেঙে যায় ভুল,
হাজার রঙিন ফুলের মাঝে মা যেন এক ফুল।

একটি দুটি জোনাক জ্বলে বাড়ির আঙিনাতে,
দূর আকাশের তারা না কি নেমে এলো রাতে!
তারার চোখে নেই বুঝি ঘুম চাঁদও আছে জেগে,
চাঁদের দেশে মন যেতে চায় উড়ে হাওয়ার বেগে।

চাঁদটা যখন হাসে তখন মুখ করে ঝিলমিল,
চাঁদের সাথে আছে আমার মায়ের প্রচুর মিল।
মা যদি রয় পাশে খুশির বাঁধ ভেঙে যায় বাঁধ,
মন আকাশে নূর ছড়ানো মা যেন এক চাঁদ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়