রাজউক : মুছে যাওয়া সাড়ে ২৬ হাজার নথি উদ্ধার

আগের সংবাদ

বাজারে ফের সিন্ডিকেটের থাবা! : কারসাজি করে বাড়ানো হচ্ছে দাম, নজরদারি জোরদারের তাগিদ বিশ্লেষকদের

পরের সংবাদ

সূচকের পতনেও বেড়েছে লেনদেন

প্রকাশিত: মে ৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মে ৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে মূল্যসূচকের পতন হয়েছে। তবে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ বেড়েছে ১১ কোটি। গতকাল বুধবার ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২৬৯ পয়েন্টে। একই সঙ্গে ‘ডিএস-৩০’ সূচক ১ দশমিক ৩৭ পয়েন্ট কমে এবং ‘ডিএসইএস’ সূচক শূন্য দশমিক ৩৯ পয়েন্ট কমে যথাক্রমে ২২০৪ ও ১৩৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে ৮৬৩ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৮৫১ কোটি ৬৯ লাখ টাকা। অর্থাৎ একদিনের ব্যবধানে লেনদেন বেড়েছে ১১ কোটি ৮১ লাখ টাকা।
ডিএসইতে মোট ৩৪৮ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৪ কোম্পানির। দরপতন হয়েছে ৬৭ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ২১৭ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়