ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে জি এম কাদেরের সৌজন্য সাক্ষাৎ

আগের সংবাদ

যে কারণে বেঁকে যাচ্ছে রেললাইন

পরের সংবাদ

ঈদ নাটকের হালচাল

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ২৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

ঈদকে কেন্দ্র করে নির্মাতারা তৈরি করেছেন বিভিন্ন ধাঁচের নাটক, টেলিফিল্ম। এবারের ঈদে বেশ কিছু নাটক ও টেলিফিল্ম আলোচনায় আছে, তার মধ্যে কাজল আরেফিন অমি পরিচালিত ‘বিদেশ’ নাটকটি নেটিজেনদের কাছে সব থেকে জনপ্রিয় হয়েছে। ভিউয়ের বিবেচনায় সব থেকে এগিয়ে এই নাটকটি। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, মিশু সাব্বির, পারসা ইভানা, শরাফ আহমেদ জীবন, সাইদুর রহমান পাভেল, শিমুল শর্মা, লামিমা লাম, বাচ্চু প্রমুখ। পরিচালক মাবরুর রশিদ বান্নাহর নাটক ‘আক্ষেপ’ নাটকটি দর্শকদের কাঁদিয়েছে। নাটকটি ক্লাব ইলেভেন এন্টারটেইমেন্ট ইউটিউবে চ্যানেল মুক্তি পেয়েছে। নাটকটিতে অভিনয় করেছেন মুশফিক আর. ফারহান, সামিরা খান মাহি, ফজলুর রহমান বাবুসহ আরো অনেকে। রুবেল হাসান পরিচালিত ‘প্রিয় পরিবার’ নাটকটিও আছে এ বছর ঈদের নাটকের আলোচনায়। নাটকটিতে বিভিন্ন চরিত্রে দেখা গেছে অপূর্ব, তারিন, শাওন, মাহিমাসহ আরো অনেকেই। মিফতাহ আনান পরিচালিত ‘লাভ ইউ ভাইয়া’ নাটকটি দর্শকরা দেখেছেন এবং আলোচনা করেছেন। নাটকটি সিএমভি ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। নাটকটিতে অভিনয় করেছেন জোভান, কেয়া পায়েল, সানি, কাজল, হিমুসহ আরো অনেকেই। মিফতাহ আনান পরিচালিত আরেক নাটক ‘অন্তহীন’ও আছে আলোচনায়। নাটকটিতে অভিনয় করছেন তৌসিফ মাহবুব, তানজিন তিশা, মিঠু, সানি, কাজল প্রমুখ। রাফাত মজুমদার রিংকুর ঈদের নাটক ‘ঈদ সেলামী’ দর্শকদের নজর কেড়েছে। নাটকটিতে অভিনয় করেছেন জোভান, সামিরা খান মাহি, সমু চৌধুরীসহ আরো অনেকেই। মোশাররফ করিম অভিনীত ‘চৌধুরী’, ‘পিনিক ম্যান-২’, ‘মোতালেব জাদুকর’ও আছে আলোচনায়। এছাড়া অপূর্ব অভিনীত ‘এসো হাত বাড়ায়’, ‘রুনু ভাই-৩’, ‘সুভাষিনী’সহ আরো কয়েকটি নাটক আছে আলোচনায়। অপূর্বের পাশাপাশি মুশফিক আর. ফারহানের ‘পোস্টম্যান’, ‘তোমাকেই খুঁজে বেড়ায়’ নাটক বেশ জনপ্রিয় হয়েছে ইউটিউবে। তৌসিফ মাহবুবের ‘পিতা মাতা সন্তান’ আছে আলোচনায়। শামীম হাস সরকারের ‘ঈদ উপহার’, ‘বন্ধু এখন ঢাকায়’ নাটকও আছে বতর্মানে আলোচনায়। এবারের ঈদে আলোচনায় আছে রোমান্টিক-কমেডি এবং ভিন্নধর্মী গল্পের নাটকগুলো। দর্শকরা এবারের ঈদে বিগত বছরগুলোর থেকে বেশি গল্পনির্ভর নাটক নিয়ে আলোচনা করছেন। এ নাটকগুলো ছাড়াও ভিন্ন গল্প নিয়ে নির্মিত আরো বেশ কিছু নাটক আছে এবারের ঈদে আলোচনায়। গল্পনির্ভর নাটকগুলো নিয়েও আলোচনা করছেন নেটিজেনরা।
– সোহানুর রহমান সোহাগ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়