মাদকবিরোধী অভিযান : রাজধানীতে গ্রেপ্তার ৪৪

আগের সংবাদ

আইরিশ বধের ছক কষছেন হাথুরু : অনুশীলনে ফুরফুরে মেজাজে টাইগাররা

পরের সংবাদ

অ্যাপলের ডব্লিউডব্লিউডিসি সম্মেলন ৫ জুন

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার কনফারেন্সের (ডব্লিউডব্লিউডিসি) তারিখ ঘোষণা করেছে কুপারটিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। আগামী ৫ থেকে ৯ জুনের মধ্যে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ আয়োজনে বিভিন্ন প্রযুক্তি ও উদ্ভাবিত পণ্যের তথ্য উন্মোচন করা হয়। ২০২৩ সালের সম্মেলনটিও অনলাইনে আয়োজিত হওয়ার পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠানটি। কভিড-১৯ মহামারী সময় পেরিয়ে এলেও এখনো এ ধারা থেকে বের হতে পারেনি প্রযুক্তি জায়ান্টটি-
ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার কনফারেন্সের (ডব্লিউডব্লিউডিসি) তারিখ ঘোষণা করেছে কুপারটিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। আগামী ৫ থেকে ৯ জুনের মধ্যে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ আয়োজনে বিভিন্ন প্রযুক্তি ও উদ্ভাবিত পণ্যের তথ্য উন্মোচন করা হয়। ২০২৩ সালের সম্মেলনটিও অনলাইনে আয়োজিত হওয়ার পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠানটি। কভিড-১৯ মহামারী সময় পেরিয়ে এলেও এখনো এ ধারা থেকে বের হতে পারেনি প্রযুক্তি জায়ান্টটি। তবে ক্যালিফোর্নিয়ার অ্যাপল পার্কে অনুষ্ঠিত হতে যাওয়া সম্মেলনে বিভিন্ন নির্মাতা ও শিক্ষার্থীদের বিশেষ এক অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেয়া হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতি বছরের ডেভেলপার সম্মেলন ঘিরে গ্রাহক ও দর্শকদের বড় আগ্রহ থাকে। তবে চলতি বছরের আয়োজনে কি চমক থাকছে সে বিষয়ে অ্যাপলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে সাম্প্রতিক বছরগুলোর হিসেবে এটি টিম কুকের মালিকানাধীন প্রতিষ্ঠানের জন্য বড় আয়োজন হতে যাচ্ছে। আয়োজনকে ঘিরে বিভিন্ন গুঞ্জনও উঠছে। বলা হচ্ছে, এবারের সম্মেলনে নিজেদের বহুল প্রতীক্ষিত মিক্সড রিয়ালিটি হেডসেটের আত্মপ্রকাশ ঘটাবে অ্যাপল। সম্ভাব্য এ ডিভাইসকে ডাকা হচ্ছে রিয়ালিটি প্রো বা রিয়ালিটি ওয়ান নামে। আর এতে থাকতে পারে কোম্পানির নিজস্ব এম২ চিপ, ডুয়াল ফোরকে ডিসপ্লে, উন্নতমানের বডি ট্র্যাকিং ও নিয়ন্ত্রকমুক্ত ইনপুট প্রদানের সুবিধা। যেখানে ব্যবহারকারী নিজ হাতের সংকেতের পাশাপাশি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সিরির বিভিন্ন নির্দেশনাও ব্যবহার করতে পারবে। ডেভেলপার সম্মেলনে ডিভাইসটি হয়তো নির্মাতা ও পেশাদারদের উদ্দেশ করে দেখানো হবে। তবে এর মধ্যে বিভিন্ন স্বাস্থ্য ফিচার, ফেইসটাইম কলে অ্যাভাটার ব্যবহার এবং বিভিন্ন আইফোন ও আইপ্যাড অভিজ্ঞতার পরিধানযোগ্য সংস্করণ। আনুষ্ঠানিকভাবে এটি বাজারজাতের জন্য চলতি বছরের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। ডব্লিউডব্লিউডিসি ২০২৩-এর অন্যান্য ঘোষণা তুলনামূলক স্পষ্ট হতে পারে। ফলে এটা মোটামুটি নিশ্চিত যে অন্যান্য প্লাটফর্ম আপডেটের পাশাপাশি ভার্চুয়াল উপায়ে আইওএস ১৭, ম্যাকওএস ১৪ ও ওয়াচওএস ১০-এর নমুনা সংস্করণ দেখার সুযোগ পাবে ব্যবহারকারীরা। কোম্পানির বিভিন্ন সেবাতেও আপডেট আসতে পারে। অ্যাপলের বিদ্যমান লাইনআপে কোনো আপডেট আসার সম্ভাবনা না থাকলেও, সর্বপ্রথম এম৩ভিত্তিক ম্যাক আত্মপ্রকাশের সম্ভাবনা একেবারেই এড়িয়ে যাওয়া যাচ্ছে না। কারণ, ২০২২ সালের আয়োজনেই ম্যাকবুক এয়ার এম২ এনেছিল যুক্তরাষ্ট্রের এ প্রযুক্তি জায়ান্ট। কোম্পানির পূর্ববর্তী ইতিহাস থেকে ইঙ্গিত মেলে, আয়োজনটি শেষ হওয়ার পরই হয়তো বিভিন্ন অপারেটিং সিস্টেমের বেটা সংস্করণ দেখতে পাবে ব্যবহারকারীরা। আর এগুলোর পুরোদস্তুর সংস্করণ আসতে পারে শরতে। সূত্র: দ্য ভার্জ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়