বিবৃতিতে ওবায়দুল কাদের : গণতান্ত্রিক অভিযাত্রা বিএনপির কারণেই বারবার হোঁচট খায়

আগের সংবাদ

আত্রাই উপজেলা মিলনায়তনের পাশে জলাবদ্ধতা

পরের সংবাদ

মার্চের ছড়া

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

একাত্তরের মার্চ মানে কী জানো?
শেখ মুজিবে ডাক দিয়েছে,
মুক্তি এবার আনো…
মুক্তি এবার আনো।

মুক্ত পাখি বাঁচতে শেখায়, বাঁচা
বললো মুজিব, ভাঙতে হবে খাঁচা
প্রাণের মায়া ভুলতে হলে, ভোলো-
প্রতিরোধের দেয়াল গড়ে তোলো

উঠলো জেগে- বীরজনতা, বীর
সবার প্রাণে সাধ হলো মুক্তির,
উঠলো ক্ষেপে মুক্তিপাগল সেনা
অত্যাচারীর শুধবে সকল দেনা।

ছোট্ট বালক উঠলো জেগে সেও
এই সময়ে ঘুমিয়ে থাকে কেহো?
ঘুমিয়ে ছিল, কতক কুলাঙ্গার!
পোঁছায়নি তাদের কাছে কারই চিৎকার….

অস্ত্র হাতে কৃষক-শ্রমিক-তাঁতী
রক্ত দিতে পাতলো বুকের ছাতি।
এক এক করে শত্রæ শিবির যত
গুঁড়িয়ে দিয়ে চললো অবিরত।

উত্তাল মার্চ কাঁপলো তাদের বুক
আমজনতা আগ্রহে উৎসুক….

ভাই হারালো, বোন হারালো
নেই যে মায়ের ধন!
আমরা পেলাম স্বাধীনতা
একটি শুভক্ষণ।

একাত্তরের মার্চ মানে কী জানো?
শেখ মুজিবে ডাক দিয়েছে,
মুক্তি এবার আনো
মুক্তি এবার আনো
মুক্তি এবার আনো।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়