বিবৃতিতে ওবায়দুল কাদের : গণতান্ত্রিক অভিযাত্রা বিএনপির কারণেই বারবার হোঁচট খায়

আগের সংবাদ

আত্রাই উপজেলা মিলনায়তনের পাশে জলাবদ্ধতা

পরের সংবাদ

অসহায়দের পাশে স্ট্যান্ডার্ড চার্টার্ড সাদিক সাদাকাহ অ্যাকাউন্ট

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

স্ট্যান্ডার্ড চার্টার্ড-এর সাদিক সাদাকাহ অ্যাকাউন্ট গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে সরাসরি তাদের পছন্দ মতো চ্যারিটিতে অনুদানের সুবিধা প্রদান করছে। এ অনন্য সুবিধার মাধ্যমে আশিক মিয়ার মতো একজন শ্রবণশক্তিহীন ও শেখার প্রতিবন্ধকতাসম্পন্ন মানুষ পিএফডিএ ভোকেশনাল ট্রেনিং সেন্টার থেকে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করতে পারছেন। সাদিক সাদাকাহ অ্যাকাউন্ট ব্যবহার করে গ্রাহকরা অসংখ্য শিশুর জীবন পরিবর্তনেও ভূমিকার রাখতে পারছেন, যেমন- সেরিব্রাল পলসিতে আক্রান্ত কিশোরী তিন্নি আক্তার। সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজডের (সিআরপি) সহায়তায় তিন্নি উইলিয়াম এন্ড ম্যারি টেইলর ইনক্লুসিভ স্কুলে ভর্তি হয়েছে। এ অনুদানের মাধ্যমে ফ্রেন্ডশিপ কর্তৃক পরিচালিত দেশের প্রত্যন্ত অঞ্চলের রোগীরা হাসপাতালে চিকিৎসা সহায়তা ও স্বাস্থ্যসেবার অ্যাক্সেস পাচ্ছেন।
২০২১ সালে স্ট্যান্ডার্ড চার্টার্ডের সাদিক সাদাকাহ অ্যাকাউন্ট চালু করা হয়, যা ক্লায়েন্ট ও অন্যকে সাহায্যের তাদের ইচ্ছা পূরণের আদলে ডিজাইন করা হয়েছে। সাদিক সাদাকাহ অ্যাকাউন্ট দেশজুড়ে সুবিধাবঞ্চিত স¤প্রদায়ের চাহিদা পূরণে ইসলামিক শরীয়াহসম্মত নীতিমালা অনুযায়ী কাজ করে। বর্তমানে অনুদান প্রদানকারীদের মধ্যে উল্লেখ্যযোগ্য হলো- জাগো ফাউন্ডেশন, ফ্রেন্ডশিপ, পিএফডিএ-ভোকেশনাল ট্রেনিং সেন্টার, ইউসিইপি বাংলাদেশ, এবং সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি)।
এ ব্যাপারে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রাইভেট এন্ড বিজনেস ব্যাংকিংয়ের হেড অব কঞ্জ্যুমার ও ব্যবস্থাপনা পরিচালক সাব্বির আহমেদ বলেন, সা¤প্রতিক বছরগুলোয় আমরা অন্যকে সাহায্যের গুরুত্ব সম্পর্কে আরো বেশি সচেতন হয়েছি। দেশজুড়ে এমন অনেক ব্যক্তি ও স¤প্রদায় রয়েছে, যারা আমাদের সাহায্যে ব্যক্তিগত ও সমষ্টিগত উভয় পর্যায়ে উপকৃত হতে পারে। বিজ্ঞপ্তি

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়