তুরাগ : মাদক কারবারির হাতে ছুরিকাহত এসআই

আগের সংবাদ

বাজারে ক্রেতার নাভিশ্বাস

পরের সংবাদ

শ্রীশ্রী ঠাকুর রামচন্দ্র দেব : স্মরণ উৎসবে ‘জীবন্ত পিতৃ-মাতৃপূজা’ অনুষ্ঠিত

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের হাটহাজারীর মেখল গ্রামে শ্রীশ্রী ঠাকুর রামচন্দ্র দেবের চতুর্থতম স্মরণ উৎসব উপলক্ষে গত শুক্রবার প্রথমবারের মতো ‘জীবন্ত পিতৃ-মাতৃ পূজা’ অনুষ্ঠিত হয়। মেখল সরকারি পুণ্ডরীক প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবে সভাপতিত্ব করেন উৎসব পরিচালনা পর্ষদের সভাপতি অশোক কুমার নাথ।
উৎসব উদ্বোধন করেন ফতেয়াবাদের শ্রীশ্রী রামঠাকুর সেবাশ্রমের প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী চন্দন দাশ। সাধারণ সম্পাদক অনুপম ভট্টাচার্য্যরে সঞ্চালনায় অনুষ্ঠিত উৎসবে বক্তব্য রাখেন মেখল নগেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জওহরলাল দেবনাথ, মৃণাল কান্তি দাশ, তপন চৌধুরী, কাজল চক্রবর্তী, সুজন দাশ, রূপম চৌধুরী, তেজেন্দ্র লাল দাশ, কল্লোল দাশ মুন্সী, নির্মল দাশ প্রমুখ।
এ মাঙ্গলিক অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক প্রকৌশলী চন্দন দাশ বলেন, পরম সৃষ্টিকর্তার অসীম কৃপায় পরম পূজনীয় পিতা-মাতার কারণে প্রতিটি সন্তান পৃথিবী নামের গ্রহে মানবরূপে অবতীর্ণ হয়েছে। তাই প্রতিটি সন্তানের কাছে প্রতিটি পিতা-মাতা সাক্ষাৎ ভগবানস্বরূপ। কিন্তু মানুষের নৈতিকতার অবক্ষয়, সামাজিক অবক্ষয়, ধর্মীয় মূল্যবোধের অবক্ষয়সহ বর্তমান সমাজের বিভিন্ন কলুষতার কারণে আমাদের সন্তানরা সে বিষয়গুলো চর্চাও করতে পারছে না, ধারণও করতে পারছে না। তাই সামাজিক এ অবক্ষয়ের যুগে এ ধরনের আধ্যাত্মিক, পারমাত্মিক এই ধরনের অনুষ্ঠান খুবই যুগোপযোগী। এ ধরনের কর্মকাণ্ড যদি সমাজের বিভিন্ন পরিসরে ছড়িয়ে দেয়া যায়, তাহলে প্রজন্ম থেকে প্রজন্মের সন্তানরা তাদের পিতামাতার প্রতি দায়িত্ব ও কর্তব্যবোধের চেতনায় উদ্বুদ্ধ হবে। নিজের মধ্যে মনুষ্যত্ববোধ জাগ্রত করে পরিবার, সমাজ, রাষ্ট্র সর্বোপরি দেশকে আলোক উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়