তুরাগ : মাদক কারবারির হাতে ছুরিকাহত এসআই

আগের সংবাদ

বাজারে ক্রেতার নাভিশ্বাস

পরের সংবাদ

রূপায়ণ সিটি ও এভার কেয়ার হসপিটাল চুক্তি

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

উত্তরায় রূপায়ণ সিটির নিজস্ব কার্যালয়ে গত ২১ মার্চ রূপায়ণ সিটি এবং এভার কেয়ার হসপিটালের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় রূপায়ণ সিটি উত্তরার গ্রাহক, কর্মকর্তা ও কর্মচারী, ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ অনুমোদিত ব্যক্তি অগ্রাধিকার ভিত্তিতে নিজের ও পরিবারের সদস্যের জন্য এভারকেয়ার হসপিটাল ঢাকা থেকে বিশেষ সুবিধায় সেবা গ্রহণ করতে পারবে।
প্রতি শনি থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্ধারিত করপোরেট ডেস্ক থেকে রূপায়ণ সিটির গ্রাহক ও অনুমোদিত ব্যক্তি এ সুবিধা নিতে পারবে। রূপায়ণ সিটি উত্তরার প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাহবুবুর রহমান ও এভারকেয়ার হসপিটালের হেড অব মার্কেটিং, ভিনয় কাউল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়