তুরাগ : মাদক কারবারির হাতে ছুরিকাহত এসআই

আগের সংবাদ

বাজারে ক্রেতার নাভিশ্বাস

পরের সংবাদ

এনএসইউয়ের আয়োজন : গণহত্যায় নিহতদের সম্মানে স্মরণসভা

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

১৯৭১ সালের ২৫ শে মার্চের কালোরাত্রিতে পাকিস্তানি হানাদারবাহিনীর নির্মম গণহত্যায় নিহত শহীদদের সম্মানে নর্থসাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) গতকাল শনিবার এক স্মরণসভার আয়োজন করে। বিশেষ মোনাজাত, জহির রায়হানের ‘স্টপ জেনোসাইড’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং ১৯৭১ সালের ২৫ মার্চের মর্মান্তিক রাতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে রাতে এক মিনিট ব্ল্যাকআউট করা হয়। এনএসইউর মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরমা দত্ত এমপি এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. নুজহাত চৌধুরী। বিজ্ঞপ্তি
সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. এম ইসমাইল হোসেন।
অধ্যাপক ড. নুজহাত চৌধুরী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রকৃত ইতিহাস জানার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। অবিলম্বে ২৫ মার্চের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দাবি করেন তিনি।
আরমা দত্ত স্বাধীনতার শহীদদের মর্যাদা রক্ষায় সাম্প্রদায়িক ও ধর্মভিত্তিক রাজনীতি প্রতিহত করতে সবার প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এনএসইউর স্কুল অব হিউম্যানিটিজ এন্ড সোশ্যাল সায়েন্সের ডিন অধ্যাপক ড. আব্দুর রব খান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়