তুরাগ : মাদক কারবারির হাতে ছুরিকাহত এসআই

আগের সংবাদ

বাজারে ক্রেতার নাভিশ্বাস

পরের সংবাদ

অধ্যাপক আরেফিন সিদ্দিক : ২৫ মার্চ পরিকল্পিত হত্যাকাণ্ড চালায় পাকিস্তান

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই পাকিস্তানিরা যেভাবে দেশ পরিচালনা করছিল, তাতে বোঝা যাচ্ছিল, বাঙালি জাতিকে তারা পরিপূর্ণ স্বাধীনতা, পরিপূর্ণ মর্যাদা দিতে চাচ্ছে না। আর সে কারণেই তারা ২৫ মার্চ রাতে বাঙালির ওপর পরিকল্পিতভাবে নারকীয় হত্যাকাণ্ড চালায়। গতকাল শনিবার ইস্টার্ন ইউনিভার্সিটিতে ‘ভয়াল ২৫ মার্চ : গণহত্যার ইতিহাস’ শিরোনামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বিজ্ঞপ্তি
অনুষ্ঠানের শুরুতে ২৫ মার্চের কালরাতের ওপর নির্মিত ‘অপারেশন সার্চ লাইট’ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। ২৫ মার্চ সম্পর্কে নিজেদের অনুভূতি প্রকাশ করেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাদিয়া পারভীন মিশু ও মো. রাকিবউদ্দিন। মার্কিন কবি, লেখক ও গীতিকার আরউইন অ্যালেন গিন্সবার্গ ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় যশোরের অভিজ্ঞতা নিয়ে একটি কবিতা লেখেন। সেই কবিতাটির বাংলা অনুবাদ আবৃত্তি করে শোনান ইস্টার্ন ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক মো. রফিউশশান।
সভাপতিত্ব করেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়