সিপিডির সংবাদ সম্মেলন : নবায়নযোগ্য জ¦ালানি নীতি বাস্তবায়নে বড় বাধা দুর্নীতি

আগের সংবাদ

মুক্তিযুদ্ধের চেতনায় স্মার্ট বাংলাদেশ : মতিয়া চৌধুরী, সংসদ উপনেতা

পরের সংবাদ

ইইউর গম রপ্তানি বেড়েছে

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : ২০২২-২৩ বিপণন মৌসুমের সাড়ে আট মাসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) গম রপ্তানি এর আগের মৌসুমের তুলনায় লক্ষণীয় মাত্রায় বেড়েছে। ইউরোপিয়ান কমিশন প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। গত বছরের জুলাইয়ে বিপণন মৌসুম শুরু হয়। এ বছরের জুনে শেষ হবে। মৌসুমের শুরু থেকে ১৯ মার্চ পর্যন্ত গম রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ২১ লাখ ৩০ হাজার টন। ২০২১-২২ মৌসুমের একই সময় রপ্তানির পরিমাণ ছিল ২ কোটি ৫ লাখ ২০ হাজার টন। সে হিসাবে রপ্তানি বেড়েছে ১৬ লাখ ১০ হাজার টনের বেশি।
ইউরোপিয়ান কমিশন জানায়, গম রপ্তানি বাড়লেও কমেছে যব। চলতি মৌসুমের এখন পর্যন্ত ইইউভুক্ত দেশগুলো ৪৩ লাখ ৩০ হাজার টন যব রপ্তানি করেছে। গত মৌসুমের একই সময় রপ্তানির পরিমাণ ছিল ৬১ লাখ ৮০ হাজার টন। এদিকে মৌসুমের এখন পর্যন্ত ব্লকটির ভুট্টা আমদানিতে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। শস্যটি আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৯৭ লাখ ৩০ হাজার টন।
গত মৌসুমের একই সময় যা ছিল ১ কোটি ১৯ লাখ টন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়