উপাচার্য ড. মশিউর রহমান : সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে অপসংস্কৃতি রুখতে হবে

আগের সংবাদ

সংস্কারের বিরূপ প্রভাব বাজারে : আইএমএফের শর্ত মেনে গ্যাস-বিদ্যুতে ভর্তুকি প্রত্যাহার করায় সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে

পরের সংবাদ

ত্রিদেশীয় টুর্নামেন্টে বাংলাদেশ দলে তিন নতুন মুখ

প্রকাশিত: মার্চ ৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : সিলেটে শুরু হতে যাওয়া তিন জাতি ফুটবল টুর্নামেন্টের জন্য গতকাল ২৭ সদস্যের দল ঘোষণা করেছে জাতীয় দলের প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। মার্চের শেষ সপ্তাহে শুরু হবে এই টুর্নামেন্ট। ঘোষিত স্কোয়াডে নতুন তিন মুখ ঢাকা আবাহনীর মিডফিল্ডার আলমগীর মোল্লা, ফর্টিসের মিডফিল্ডার মজিবুর রহমান জনি ও মুক্তিযোদ্ধার গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। ক্যাম্পে আরো আছেন নাইজেরিয়ান এলিটা কিংসলি।
সিলেট জেলা স্টেডিয়ামে সিশেলস এবং ব্রুনাই দারুস সালামের বিপক্ষে দুটি ম্যাচ খেলবেন জামাল ভূঁইয়ারা। এছাড়া সিশেলস ও ব্রুনাইয়ের মধ্যেও অনুষ্ঠিত হবে একটি ম্যাচ। মার্চের ফিফা উইন্ডোর প্রস্তুতির জন্য ফুটবলারদের ক্যাম্প নিয়ে দোটানায় ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে এই টুর্নামেন্টের আগেহ সৌদি আরবের মদীনায় অনুশীলন ও ক্যাম্প করবে বাংলাদেশ ফুটবল দল। আগামী ৪ ও ৫ মার্চে খেলোয়াড় ও কোচ, কর্মকর্তারা দুই ভাগে বিভক্ত হয়ে যাবেন মধ্যপ্রাচ্যের দেশটিতে।
২৭ সদস্যের স্কোয়াডে জায়গা পাওয়া তিন নতুন মুখ নিয়ে আশাবাদী স্প্যানিশ কোচ। এছাড়া সৌদি আরবে অনুশীলন ভালো হবে বলেও জানান তিনি। সংবাদমাধ্যমকে ক্যাবরেরা বলেন, ‘গোলরক্ষক হিসেবে শ্রাবণের পরিপক্বতা আসতে সময় লাগলেও শারীরিকভাবে সে পারফেক্ট। জিকো এবং সোহেল তার চেয়ে বেশ সিনিয়র হলেও সে লিগে ভালো করেছে। ভবিষ্যতে জাতীয় দলের জন্য সে সম্ভাবনায়। জনিও চমৎকার খেলেছে। তরুণ ও বয়সভিত্তিক সাফে সে দারুণ করেছে। বাফুফের এলিট একাডেমিতে ছিল। ফর্টিসের হয়ে সে সবকিছু করেছে। সুশান্ত ত্রিপুরার চোটের কারণে আবাহনীর শুরুর একাদশে সুযোগ পেয়ে সুযোগ নষ্ট করেনি আলমগীর। আমরাও দেখতে চাই সে জাতীয় দলকে কী দিতে পারে। পাশাপাশি সৌদি আরবের অবকাঠামো অনেক ভালো। আমরা সেখানে নিজেরা কয়েক দিন অনুশীলন করব। সম্ভাবনা আছে কিছু প্রস্তুতি ম্যাচ খেলারও। সেটাও শিগগিরই নিশ্চিত হবে।’
মদিনায় ক্যাম্প করা নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ সৌদি জানান, ‘এটা নিশ্চিত আমরা সৌদি আরব যাচ্ছি। এখনো কিছু কাজ বাকি থাকলেও আমরা অন অ্যারাইভাল ভিসা পাব। অতি স্বল্প সময়ে একই দিন সবার টিকেট নিশ্চিত করা যায়নি। তাই খেলোয়াড়দের দুইভাগে পাঠানো হবে। সেখানে বাংলাদেশ প্রায় দুই সপ্তাহ অনুশীলন করবে। বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়দের অনেকেই মুসলিম। মদীনায় ক্যাম্প হলে তারা ওমরাহ করতে চাইলে সৌদি আরব ফুটবল ফেডারেশনের সঙ্গে আলোচনা করা যেতে পারে।’
ফিফার বর্তমান র‌্যাঙ্কিংয়ে ১৯২তম স্থানে রয়েছে বাংলাদেশ। তাদের চেয়ে দুই ধাপ এগিয়ে ১৯০তম স্থানে ব্রুনাই। তবে ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে পিছিয়ে আছে সিশেলস। তাদের অবস্থান ১৯৯তম। ২০২০ সালে বঙ্গবন্ধু গোল্ডকাপ খেলতে বাংলাদেশে এসেছিল সিশেলস। ২০২১ সালে তাদের সঙ্গে শেষ দেখায় ১-১ গোলে ড্র করে লাল-সবুজের প্রতিনিধিরা। আগামী জুনে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টে আরো প্রস্তুতি নেয়া সম্ভব হবে বলে জানান ক্যাবরেরা। তিনি বলেন, ‘সাফের জন্য পারফেক্ট প্রস্তুতি হবে এই টুর্নামেন্টে। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে আমরা খেলেছিলাম এবং ড্র করেছিলাম। ওই টুর্নামেন্টে ওরা চ্যাম্পিয়ন হয়েছিল। শারীরিকভাবে শক্তিশালী দুই দলই। তাই তাদের বিপক্ষে ম্যাচ সহজ হবে না। তাই আমি মনে করি এই টুর্নামেন্ট আমাদের জন্য সাফের ভালো প্রস্তুতি হবে।’
এই ক্যাম্পে আছেন বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া নাইজেরিয়ান এলিটা কিংসলি। এবার আবাহনীর এই ফরোয়ার্ডকে মাঠে নামানোর ব্যাপারে আশাবাদী বাফুফে সাধারণ সম্পাদক। তার মতে, ‘আমাদের জমা দেয়া কাগজপত্র দেখার পর ফিফার কাছ থেকে উত্তর এসেছে। আমরা তাকে খেলাতে পারব। কিন্তু প্রতিপক্ষ অভিযোগ করলে আমাদের দেখতে হবে। এরকম ইস্যুতে ফিফা কখনই সরাসরি কোনো কিছু বলবে না।’
এছাড়া তিন জাতি টুর্নামেন্টের জন্য কোচিং স্টাফ চূড়ান্ত করেছে বাফুফে। একজন গোলরক্ষক কোচ, সহকারী কোচ ও ফিজিওথেরাপিস্ট নিয়োগ দিয়েছে তারা। জাতীয় ফুটবল দলের গোলরক্ষক কোচ ছিলেন সাবেক তারকা গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য্য। তিনি শেখ জামালে চলে যাওয়ায় তার যায়গায় নিয়োগ পেয়েছেন স্প্যানিশ মিগেল আনহেল ইগলেসিয়াস আনিদো। এছাড়া ক্যাবরেরার সহকারী হিসেবে দাভিদ গোমেস এবং ফিজিও যোগেশ্বর সেন্থিল কুমার কাজ করবেন।
তিন জাতি টুর্নামেন্টের জন্য ঘোষিত বাংলাদেশ দল : জামাল ভূঁইয়া, আনিসুর রহমান জিকো, কাজী তারিক রায়হান, সাদউদ্দিন, রিমন হোসেন, বিশ্বনাথ ঘোষ, এলিটা কিংসলে, টুটুল হোসেন বাদশা, তপু বর্মন, মাশুক মিয়া জনি, সোহেল রানা, রাকিব হোসেন, সুমন রেজা, মতিন মিয়া, শহীদুল আলম সোহেল, আলমগীর মোল্লা, রহমত মিয়া, ফয়সাল আহমেদ ফাহিম, সোহেল রানা, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, মোহাম্মদ ইব্রাহিম, মিতুল মারমা, মজিবুর রহমান জনি, আমিনুর রহমান সজীব, ইমন শারিয়াহ, মেহেদী হাসান শ্রাবণ ও রবিউল হাসান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়