শহীদ মিনারে লাখো মানুষের ঢল : একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

আগের সংবাদ

অবৈধ অস্ত্র উদ্ধারে জোর : হালনাগাদ তথ্য নেই দেড় লাখ বৈধ অস্ত্রের, র‌্যাব, পুলিশ ও বিজিবির বিশেষ অভিযান

পরের সংবাদ

জমাট হাহাকার

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ফেব্রুয়ারি ২২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

মা হয়ে যান উন্মনা খুব ফেব্রুয়ারি এলেই,
লাল হয়ে যায় কৃষ্ণচূড়া দ্রোহের আগুন জ্বেলেই।
দ্রোহের আগুন বাড়ে দ্বিগুণ পুব আকাশের লালে,
তার সাথে আর ফোটে যখন পলাশ-শিমুল ডালে।
তখন মায়ের কেমন করে মন,
মা বড় উন্মন
যখন ভোরে প্রভাতফেরির মিছিল চলে যায়,
মিনারমুখী মানুষগুলো নগ্ন পায়ে পায়…
হাঁটে এবং যখন গানে ভা’য়ের কথা বলে,
তখন মায়ের বুকের ভেতর ভিসুভিয়াস জ্বলে।

এমন দিনে শুধু শুধু মাকে কেন ডাকো,
এমন দিনে মায়ের কাছে জানতে চেয়ো নাকো।
এসব নিয়ে প্রশ্ন তোমার থাকতে পারে শত,
কিন্তু তাতে মায়ের বুকে বাড়বে শুধু ক্ষত।
তার চে’ ভালো বইয়ে রাখো চোখ,
তার চে’ ভালো শিমুল ও অশোক…
ভা’য়ের স্মৃতি বুকে নিয়ে প্রতি বছর ফোটে।
ভা’য়ের তাজা রক্তগুলো কৃষ্ণচূড়ার ঠোঁটে
জমতে থাকে। তাইতো মাকে আজ ডেকো না আর,
কারণ মায়ের বুকের ভেতর জমাট হাহাকার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়