ডিএমপি কমিশনার : পুলিশকে তৎপর হতে হবে ভোরে

আগের সংবাদ

১৪ দলে আগ্রহ ছোট দলগুলোর : অপেক্ষায় কৃষক শ্রমিক জনতা লীগ, তৃণমূল বিএনপি, ইসলামিক ফ্রন্ট, ইসলামী ঐক্যজোট > মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে একই প্ল্যাটফর্মে চায় আওয়ামী লীগ

পরের সংবাদ

চরিত্রের প্রয়োজনে মোটা হওয়া

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

সিনেমা তৈরি করার আগে ছবি নির্মাতাদের নজরে রাখতে হয়, তাদের নির্বাচিত অভিনেতার চেহারা চরিত্রের সঙ্গে পুরোপুরি মানিয়ে যাচ্ছে কিনা। গল্পের প্রয়োজনে কখনো কখনো তারকাদের নিজেদের দেহের ওজন বাড়াতেও হয়। এই তালিকায় রয়েছেন আমির খান, অভিষেক বচ্চন, বিদ্যা বালান, ফারহান আখতার এবং হৃতিক রোশনের মতো তারকারা। নীতেশ তিওয়ারির পরিচালনায় ২০১৬ সালে মুক্তি পায় ‘দঙ্গল’ ছবিটি। ওই ছবিতে মহাবীর সিংহ ফোগতের চরিত্রে অভিনয় করেছিলেন আমির খান। চরিত্রের প্রয়োজনে আমিরকে ২২ কেজি ওজন বাড়াতে হয়েছিল। সিল্ক স্মিতার জীবন থেকে অনুপ্রাণিত হয়ে ‘দ্য ডার্টি পিকচার’ ছবিটি বানানো হয়। ২০১১ সালে এই ছবিটি মুক্তি পায়। মুখ্যচরিত্রে অভিনয় করেছিলেন বিদ্যা বালান। ‘দ্য ডার্টি পিকচার’ ছবিতে অভিনয়ের জন্য বিদ্যাকে নিজের ওজন বাড়াতে হয়েছিল। বলিপাড়ায় কানাঘুষা শোনা যায়, এই চরিত্রের প্রয়োজনে বিদ্যাকে ১২ কেজি ওজন বাড়াতে হয়েছিল। ওজন বাড়াতে হয়েছিল অভিনেত্রী কৃতি শ্যাননকেও। ‘মিমি’ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন কৃতি। ‘মিমি’ ছবিতে একজন গর্ভবতী মহিলার চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন তিনি। এই ছবিতে কাজ করার জন্য কৃতির ওজন ১৫ কেজি বাড়াতে হয়েছিল। আলি আব্বাস জাফরের পরিচালনায় ২০১৬ সালে মুক্তি পেয়েছিল স্পোর্টস ড্রামা ঘরানার ছবি ‘সুলতান’। এই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেছিলেন সালমান খান। ‘সুলতান’ ছবিতে অভিনয়ের সময় তার চরিত্রে যাতে কোনো খামতি না থেকে যায়। সে জন্য সালমান নিজের ওজন বাড়িয়ে ৯০ থেকে ১০০ কেজির মধ্যে রেখেছিলেন। ‘সুলতান’ মুক্তির ১ বছর আগে মুক্তি পেয়েছিল রোম্যান্স ঘরানার ছবি ‘দম লগা কে হইশা’। এই ছবিতে অভিনয় করেছিলেন আয়ুষ্মান খুরানা এবং ভূমি পেডনেকর। ‘দম লগা কে হইশা’ ছবিতে ভূমিকে একজন স্বাস্থ্যবতী মহিলার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। চরিত্রটিকে পর্দায় আরও নিপুণভাবে ফুটিয়ে তুলতে ভূমি তার ওজন ৩০ কেজি পর্যন্ত বাড়িয়েছিলেন। করোনার সময় ২০২১ সালে মুক্তি পেয়েছিল ক্রাইম থ্রিলার ঘরানার ছবি ‘বব বিশ্বাস’। এই ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছিলেন অভিষেক বচ্চন। ‘বব বিশ্বাস’ ছবির শুটিং চলার সময় অভিষেককে নিজের ওজনের দিকে খেয়াল রাখতে হয়েছিল। শুটিংয়ের সময়জুড়ে অভিষেক ১০০ থেকে ১০৫ কেজি ওজন রেখেছিলেন। অবশ্য বব বিশ্বাসের চরিত্রে অভিষেককে অভিনয় করতে দেখে দর্শকের একাংশ হতাশ হয়েছিলেন। তাদের ধারণা, এই চরিত্রটি ‘কহানি’ ছবিতে শাশ্বত চট্টোপাধ্যায় ভালোভাবে ফুটিয়ে তুলেছিলেন। ববের চরিত্রটি শাশ্বতের জন্য নির্মাণ করা হয়েছিল বলে দর্শকের দাবি। কিন্তু অভিষেকের অভিনয় দেখে অবাক হয়েছিলেন অনেকেই। ভারতের গণিতবিদ আনন্দ কুমারের জীবনের ওপর ভিত্তি করে ২০১৯ সালে মুক্তি পেয়েছিল ‘সুপার ৩০’ ছবিটি। এই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেছিলেন হৃতিক রোশন। এই চরিত্রে অভিনয়ের জন্য ৮ ইঞ্চির মতো কোমরের মাপ বাড়িয়েছিলেন হৃতিক। ২০২২ সালে মুক্তি পায় তুষার জালোটা পরিচালিত ‘দসভি’ ছবিটি। এই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেছিলেন অভিষেক বচ্চন, ইয়ামি গৌতম, নিমরত কউর প্রমুখ তারকারা। ‘দসভি’ ছবিতে বিমলা দেবীর চরিত্রে অভিনয়ের জন্য নিমরতকে ওজন বাড়াতে হয়েছিল। কানাঘুষা শোনা যায়, চরিত্রের প্রয়োজনে ১৫ থেকে ২০ কেজি ওজন বাড়িয়েছিলেন অভিনেত্রী। শুধু বড় পর্দাতেই নয়, ওয়েব সিরিজে অভিনয় করার সময় ওজন বাড়িয়েছিলেন রাজকুমার রাও। ২০১৭ সালে মুক্তি পেয়েছিল ‘বোস : ডেড/ অ্যালাইভ’। ‘বোস : ডেড/ অ্যালাইভ’ ওয়েব সিরিজে নেতাজি সুভাষচন্দ্র বসুর চরিত্রে অভিনয় করেছিলেন রাজকুমার। এই চরিত্রে অভিনয়ের জন্য নায়ককে তার ওজন ১১ কেজি বাড়াতে হয়েছিল।

:: মেলা ডেস্ক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়