প্রণয় ভার্মাকে সংবর্ধনা : ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক কূটচালে নষ্ট হওয়ার নয়’

আগের সংবাদ

গ্যাস সংকট কাটছে না সহসা : দৈনিক চাহিদা ৩৮০ কোটি ঘনফুট > সরবরাহ ২৬৬ কোটি ঘনফুট > দুর্ভোগে রাজধানীর বাসিন্দারা

পরের সংবাদ

শিল্পকলায় আজ শুরু রবীন্দ্রসংগীত উৎসব

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার আয়োজনে আজ শুক্রবার শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে তিন দিনের রবীন্দ্রসংগীত উৎসব। বিকাল ৫টায় একাডেমির চিত্রশালা মিলনায়তনে এই উৎসবের উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। উৎসবের দ্বিতীয় দিন কাল শনিবার প্রদান করা হবে ‘কলিম শরাফী’ পুরস্কার। পুরস্কার প্রদান করবেন সংস্কৃতিবিষয়ক সংসদীয় কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি।
এর আগে, গত ২০ জানুয়ারি শিল্পকলা একাডেমির সহযোগিতায় ‘কলিম শরাফী’ স্মৃতি পুরস্কারের জন্য রবীন্দ্রসংগীত প্রতিযোগিতার আয়োজন করা হয়। সারাদেশের ১১০ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নেয়। কিশোর ও সাধারণ এই দুই বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কিশোর বিভাগে দুজনকে প্রথম, তিনজনকে দ্বিতীয় ও চারজনকে তৃতীয় নির্বাচিত করা হয়। সাধারণ বিভাগে ১ জনকে প্রথম, দুজনকে দ্বিতীয় এবং তিনজনকে তৃতীয় নির্বাচিত করা হয়। ২৯ জানুয়ারি শেষ হবে তিন দিনের উৎসব।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়