‘৬৯-এর গণঅভ্যুত্থান স্মরণে মুক্তিযুদ্ধ জাদুঘরের আয়োজন

আগের সংবাদ

মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষ : জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিক বেড়েছে, কর্মসংস্থান ও আয় বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের

পরের সংবাদ

আন্তর্জাতিক শিক্ষা দিবস পালন করল এমটিবি ফাউন্ডেশন

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ‘আন্তর্জাতিক শিক্ষা দিবস ২০২৩’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে, এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি এবছরের প্রতিপাদ্য ‘জনকল্যাণে বিনিয়োগ করি, শিক্ষাকে অগ্রাধিকার দিই’ উদযাপন করেছে। খুলনার টুটপাড়ায় ইউসেপ-এমটিবি ফাউন্ডেশন জোহারা সামাদ টেকনিক্যাল স্কুল প্রাঙ্গণে এমটিবি ফাউন্ডেশনের সিইও, সামিয়া চৌধুরী, এমটিবি খুলনা শাখার শাখা ব্যবস্থাপক, জি.এম. নজরুল ইসলাম এবং ইউসেপ-এমটিবি ফাউন্ডেশন জোহারা সামাদ টেকনিক্যাল স্কুল, খুলনা-এর হেড অব টেকনিক্যাল স্কুল, নিয়াজ ফাতেমা সিদ্দিকার উপস্থিতিতে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
বিশেষ এ দিবসটির গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি র‌্যালি আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানটির উদ্বোধন করা হয়। এ বছরের প্রতিপাদ্য বিষয় সম্পর্কিত একটি কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয় যেখানে শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে। দিনটি উদযাপনের অংশ হিসেবে, বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের বহুমুখী প্রতিভা প্রদর্শনের সুযোগ পায়। কর্মসূচির অংশ হিসেবে এমটিবি ফাউন্ডেশন কর্তৃক সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের জন্য একটি প্রীতি ভোজের আয়োজন করা হয়।
এমটিবি ফাউন্ডেশন শিক্ষা ক্ষেত্রে কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের উপর গুরুত্ব আরোপ করে থাকে। এর ফলে বিভিন্ন শিল্পে শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে, তাদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়