দুদক মামলা : আদালতে হাজিরা দিলেন আব্বাস দম্পতি

আগের সংবাদ

শিল্প খাতে বাড়ল গ্যাসের দাম > সবচেয়ে বেশি বাড়ছে ক্ষুদ্রশিল্পে, মূল্যস্ফীতির ওপর চাপ বাড়বে : বিশেষজ্ঞদের অভিমত

পরের সংবাদ

একটু হাসো

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

হোটেলের টেবিলে প্রতিদিন সকাল বেলা আলুরদম আর পরোটার মধ্যে আলোচনা হয়। আজো কথা হচ্ছে-
পরোটা : জানিস, তোর থেকে আমার পরিচিতি বেশি?
আলুরদম : ঠিকই বলেছিস দোস্ত। যাদের মানুষ ছিঁড়ে ছিঁড়ে খায়, তাদেরই পরিচিতি বেশি হয়!

২.
চাকরির ইন্টারভিউ দিতে গেছে বল্টু।
প্রশ্নকর্তা : একটা প্লেনে ৫০টা ইট আছে, একটা ইট ফেলে দিলে থাকে কয়টা?
বল্টু : এটা তো সোজা। ৪৯টা।
– আচ্ছা, একটা ফ্রিজে হাতি রাখার তিনটা স্টেপ কী কী?
– ফ্রিজটা খুলুন, হাতিটা ঢোকান, এরপর ফ্রিজের দরজা বন্ধ করে দিন।
– একটা ফ্রিজে একটা হরিণ রাখার চারটা স্টেপ কী কী?
– ফ্রিজটা খুলুন, হাতিটা বের করুন, হরিণটা ঢোকান, এরপর ফ্রিজের দরজা বন্ধ করে দিন।
– বনে সিংহের আজকে জন্মদিন। সবাই এসেছে শুধু একজন ছাড়া। কে আসেনি এবং কেন?
– হরিণ আসেনি। কারণ সে ফ্রিজে।
– এক বৃদ্ধা কুমির ভর্তি একটা খাল পার হলো কোনো ক্ষতি ছাড়াই, কীভাবে?
– কারণ সব কুমির সিংহের জন্মদিনে গিয়েছে।
– শেষ প্রশ্ন, তারপরও বৃদ্ধা মারা গেলেন, কেন?
– প্লেন থেকে যে ইটটা পড়ে গিয়েছিল, সেটা তার মাথায় পড়েছিল, তাই তিনি মারা যান।
বল্টুর উত্তর শুনে প্রশ্নকর্তা পুরাই বেহুঁশ।

– সংগ্রহ : শাহীদ হাসান

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়