মির্জা ফখরুল : বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত গণবিরোধী

আগের সংবাদ

সতর্ক-সংকুলানমুখী মুদ্রানীতি : আমানত সুদের ঊর্ধ্বসীমা প্রত্যাহার > নীতি সুদহার বাড়ল > রেপো সুদহার বেড়েছে ২৫ বেসিস পয়েন্ট

পরের সংবাদ

ডিএসইতে পিই রেশিও বেড়েছে

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। আগের সপ্তাহের চেয়ে পিই রেশিও বেড়েছে দশমিক ৪ পয়েন্ট বা দশমিক ২৮ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচ্য সপ্তাহে ডিএসইতে পিই রেশিও অবস্থান করছে ১৪ দশমিক ১৩ পয়েন্টে। এর আগের সপ্তাহে ডিএসইর পিই রেশিও ছিল ১৪ দশমিক ৯ পয়েন্ট।
খাতভিত্তিক হিসেবে পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৭.৭ পয়েন্টে, সিমেন্ট খাতে ৬৩ পয়েন্ট, সিরামিকস খাতে ৩৪.২ পয়েন্ট, প্রকৌশল খাতে ২৯.৬ পয়েন্ট, খাদ্য খাতে ২১.৯ পয়েন্ট, জ্বালানি-বিদ্যুৎ খাতে ১৪ পয়েন্ট, সাধারণ বিমা খাতে ১৫.৩ পয়েন্ট, আইটি খাতে ৩০.৩ পয়েন্ট, বিবিধ খাতে ১৮.৯ পয়েন্ট, আর্থিক খাতে ৩৫ পয়েন্ট, ওষুধ খাতে ১৮ পয়েন্ট, সেবা-আবাসন খাতে ২১ পয়েন্ট, ট্যানারি খাতে ৪১.৬ পয়েন্ট, টেলিকমিউনিকেশন খাতে ১৪.৩ পয়েন্ট অবস্থান করছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়