আ.লীগ নেতা টিপু হত্যার প্রতিবেদন পেছাল

আগের সংবাদ

মাদকের বিরুদ্ধে ‘নতুন যুদ্ধ’ : তালিকায় ৯৩ শীর্ষ মাদক কারবারি, এক লাখ মাদকাসক্ত, জনসচেতনতা বাড়াতে প্রস্তুত অ্যাপ

পরের সংবাদ

২৫ ফেব্রুয়ারি সমধারা ৯ম কবিতা উৎসব

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

আগামী ২৫ ফেব্রুয়ারি শনিবার সমধারা কবিতা উৎসব-২০২৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজধানীর ছায়ানট সংস্কৃতিক ভবন মিলনায়তনে নবম আসরে সারা দেশ থেকে কবি লেখকরা উপস্থিত হবেন। এবার সমধারা সাহিত্য পুরস্কার গ্রহণ করবেন কথাসাহিত্যে হরিশংকর জলদাস, কবিতায় ফরিদ আহমদ দুলাল ও শিশুসাহিত্যে স. ম শামসুল আলম। পুরস্কার হিসেবে নগদ অর্থ ও সমধারা স্মারক তুলে দেয়া হবে। ২০২২ সালে পুরস্কার গ্রহণ করেন কথাসাহিত্যে আনোয়ারা সৈয়দ হক ও কবিতায় ওমর কায়সার।
২০২১ সালে কথাসাহিত্যে ইমদাদুল হক মিলন এবং কবিতায় সরোজ দেব, ২০২০ সালে কথাসাহিত্যে সেলিনা হোসেন এবং শিশুসাহিত্যে রহীম শাহ, ২০১৯ সালে গ্রহণ করেন কবি মৃণাল বসুচৌধুরী, ২০১৮ সালে কবি মুহম্মদ নুরুল হুদা, ২০১৭ সালে কবি নির্মলেন্দু গুণ, ২০১৬ সালে গ্রহণ করেন কবি হেলাল হাফিজ। উৎসবের আয়োজক সমধারা সম্পাদক সালেক নাছির উদ্দিন জানান, নবমবারের মতো আয়োজিত এবারের কবিতা উৎসবে দুই বাংলা থেকে ৩০০ জন কবি লেখক অংশ নেবেন।
উৎসব সূচিতে থাকছে কবিকণ্ঠে কবিতাপাঠ, কবি নির্মলেন্দু গুণের কবিতা নিয়ে আবৃত্তি প্রযোজনা ‘আমরা গুণের কথা বলছি’, ময়মনসিংহ গীতিকা অবলম্বনে ‘জয়তুন বিবির পালা’ এবং সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠান।
এছাড়া আমন্ত্রিত কবিদের কবিতা নিয়ে সংকলন ‘পদাবলীর যাত্রা-৯’ এবং সমধারা ৮৯তম সংখ্যার পাঠ উন্মোচন পর্ব।
উৎসবে সব সাহিত্যপ্রেমীকে আমন্ত্রণ জানিয়েছে সমধারা কর্তৃপক্ষ।

-সাহিত্য ডেস্ক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়