আ.লীগ নেতা টিপু হত্যার প্রতিবেদন পেছাল

আগের সংবাদ

মাদকের বিরুদ্ধে ‘নতুন যুদ্ধ’ : তালিকায় ৯৩ শীর্ষ মাদক কারবারি, এক লাখ মাদকাসক্ত, জনসচেতনতা বাড়াতে প্রস্তুত অ্যাপ

পরের সংবাদ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন বিটা নেতারা

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : বাংলাদেশ ইন্সপেক্টর অব ট্যাকসেস এসোসিয়েশনের (বিটা) নবনির্বাচিত নেতারা গতকাল ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। বিটার নবনির্বাচিত সভাপতি মো. আমিনুল ইসলাম আকাশ ও মহাসচিব সহিদুজ্জামান সোহেলের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এর আগে গত বুধবার রাজধানীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশ ইন্সপেক্টর অব ট্যাক্সেস এসোসিয়েশনের (বিটা) সাধারণ সভায় সব কর পরিদর্শকের উপস্থিতে ট্যাক্স ইন্সপেক্টরদের মতামতের ভিত্তিতে কার্যনির্বাহী কমিটির ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
এতে মো. আমিনুল ইসলাম আকাশ সভাপতি ও সহিদুজ্জামান সোহেল মহাসচিব নির্বাচিত হন। এছাড়া আবির হোসেন চাকলাদার কার্যকরী সভাপতি তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মহিউদ্দিন খান, গবেষণা সম্পাদক হেদায়েত উল্লাহ, নারী ও শিশুবিষয়ক সম্পাদক রোকসানা আক্তার, কার্যনির্বাহী সদস্য সাইদুর রহমান, সন্তোষ কুমার রায়, মো. কামরুল হাসান, মুন্সী মো. শাহিদুজ্জামান, মো. শাহ আলম, মো. সাহেব আলী, মুসাম্মৎ ছালেনুর, মো. আবু হানিফ, মোহাম্মদ যায়নুল আবেদীন, রমেন্দ্র নাথ গায়েন ও নাজমুল হুদা নির্বাচিত হন। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন আয়কর অনুবিভাগে কর্মরত কর পরিদর্শকরা ১০ম গ্রেডের কর্মকর্তাদের আইনসঙ্গত ন্যায্য দাবি, পদোন্নতি, পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা, যোগাযোগ বৃদ্ধি ও সদস্যদের কল্যাণে এই সংগঠন করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়