ইউনেসকোর প্রতিবেদন : দেশে শিক্ষা ব্যয়ের ৭১ ভাগ বহন করে পরিবার

আগের সংবাদ

তীব্র শীতে জবুথবু জনজীবন

পরের সংবাদ

বেপজায় আরো ২ কোটি ৪০ লাখ ডলারের চুক্তি

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : বেপজা অর্থনৈতিক অঞ্চলে ২ কোটি ৪০ লাখ মার্কিন ডলার বিনিয়োগে একটি হাই এন্ড গার্মেন্ট শিল্প স্থাপন করতে যাচ্ছে চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান মেসার্স এসএসএইচ (বিডি) সাসটেইনেবল ফ্যাশন কোম্পানি লিমিটেড।
এ লক্ষ্যে গতকাল বুধবার ঢাকাস্থ বেপজা নির্বাহী দপ্তরে প্রতিষ্ঠানটির সাথে চুক্তি স্বাক্ষর করল বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের লক্ষ্যে এসএসএইচ (বিডি)সহ মোট ১৬টি প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষর করেছে বেপজা যাদের প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ৩৮৭ দশমিক ৭ মিলিয়ন মার্কিন ডলার।
বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এবং এসএসএইচ (বিডি) সাসটেইনেবল ফ্যাশন কোম্পানি লিমিটেড- এর ব্যবস্থাপনা পরিচালক সান জি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, এনডিসি, পিএসসি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন। প্রতিষ্ঠানটি বার্ষিক ৩ কোটি ৬০ লাখ পিস বিভিন্ন প্রকার জ্যাকেট, ব্লেজার, কোট, স্যুট, প্যান্ট, ট্রাউজার, জিন্স, শার্ট, শর্টস, কার্গো লং, আন্ডারওয়্যার, জার্সি, টি-শার্ট, নিট-বটম, বেবি বাম্পার, সুইমস্যুট, শিথ ড্রেস, হুডি, ইউনিফর্মসহ বিভিন্ন ধরনের হাই-এন্ড পোশাক সামগ্রী উৎপাদন করবে। উল্লেখ্য, বাংলাদেশের বাইরে প্রাতিষ্ঠানটির মিয়ানমার, কম্বোডিয়া ও চীনে আরো ১১টি শিল্প কারখানা রয়েছে। অন্যান্যের মধ্যে বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) নাফিসা বানু, নির্বাহী পরিচালক (জনসংযোগ) নাজমা বিন্তে আলমগীর, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়