বোটানিক্যাল গার্ডেনে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামীর স্বীকারোক্তি

আগের সংবাদ

বিদেশে বাংলাদেশের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা : কী করছেন কূটনীতিকরা

পরের সংবাদ

বিপুল পরিমাণ ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ২

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব ও পুলিশ। গত সোমবার রাতে কোতোয়ালি থানাধীন আসকার দীঘিপাড় এলাকা থেকে দুই কেজি গাঁজাসহ নাসিমা খাতুন ওরফে রোজী (৫৬) নামে এক নারী ‘মাদক কারবারি’কে পুলিশ এবং কর্ণফুলী থানার বৈরাগ এলাকা থেকে ৯৩ হাজার ৪শ পিচ ইয়াবাসহ মো. আব্দুর রহিম (৩০) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করে র‌্যাব।
কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবীর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাসিমা খাতুন রোজীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বসতঘর থেকে উদ্ধার করা হয়েছে দুই কেজি গাঁজা। তাকে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি। রোজী ওই এলাকার মৃত মোজাফফর হোসেনের স্ত্রী। র‌্যাব-৭’র জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, গোপন সংবাদেরভিত্তিতে অভিযান চালিয়ে কর্ণফুলীর বৈরাগ এলাকা থেকে মাদক বিক্রেতা আব্দুর রহিমকে আটক করা হয়।
পরে তার দেখানো মতে খাটের নিচে প্লাস্টিকের বস্তায় লুকানো ৯৩ হাজার ৪শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবা স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল। পরে আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে কর্ণফুলী থানায় সোপর্দ করা হয়।
র‌্যাব কর্মকর্তা বলেন, গ্রেপ্তার মাদক বিক্রেতা দীর্ঘদিন থেকে কক্সবাজার জেলার মিয়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম মহানগরীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। উদ্ধার ইয়াবার বাজারমূল্য দুই কোটি ৮০ লাখ টাকা। আব্দুর রহিম কর্ণফুলী থানার বদলপুরা গ্রামের মো. ইলিয়াসের ছেলে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়