বোটানিক্যাল গার্ডেনে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামীর স্বীকারোক্তি

আগের সংবাদ

বিদেশে বাংলাদেশের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা : কী করছেন কূটনীতিকরা

পরের সংবাদ

বিইউপি : ‘একাডেমিক স্ট্র্যাটেজিক প্ল্যান’ নিয়ে কর্মশালা

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর অফিস অব দ্যা ইভ্যালুয়েশন, ফ্যাকাল্টি অ্যান্ড কারিকুলাম ডেভেলপমেন্ট (ওইএফসিডি) আয়োজিত দু’দিনব্যাপী ‘একাডেমিক স্ট্রাটেজিক প্লান’ শীর্ষক কর্মশালা বিইউপির সেন্ট্রাল কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি
গত সোমবার অনুষ্ঠিত প্রথম দিনের কর্মশালায় বিইউপির প্রাক্তন উপাচার্যরা অংশ নেন। এছাড়া গতকাল মঙ্গলবার কর্মশালার দ্বিতীয় দিনের দেশের স্বনামধন্য অধ্যাপক, গবেষক ও শিল্প প্রতিষ্ঠানের ঊধ্বর্তনব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহ্বুব-উল আলম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি। উল্লেখ্য যে কর্মশালায় বিইউপির একাডেমিক স্ট্রাটেজিক প্লান এর কনসেপ্ট পেপার উপস্থাপন করা হয়। পরে উন্মুক্ত আলোচনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিউইপির উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়