বোটানিক্যাল গার্ডেনে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামীর স্বীকারোক্তি

আগের সংবাদ

বিদেশে বাংলাদেশের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা : কী করছেন কূটনীতিকরা

পরের সংবাদ

কোস্ট গার্ডের অভিযান : নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় কাপড়সহ আটক ১

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

গোপন সংবাদের ভিত্তিতে গত ১ জানুয়ারি রাত ০০৩০ টায় বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোনের বিসিজি স্টেশন পাগলার স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শামস্ সাদেকীন নির্ণয়ের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার সাইনবোর্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কুমিল্লা থেকে ঢাকাগামী সন্দেহজনক ২টি কাভার্ড ভ্যানকে কোস্ট গার্ড সদস্য থামার সংকেত দেয়। তারা সংকেত অমান্য করে চলতে থাকলে কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে গাড়ি দুইটিকে আটক করে। পরে গাড়ি দুইটি তল্লাশী করে শুল্ক ভারত থেকে অবৈধভাবে (ফাঁকি দিয়ে) আসা ৮ হাজার ৩৬১ পিস শাড়ি-কাপড়সহ (শাড়ি ৭৬৯৪ পিস, থ্রি-পিস ৬২৭ পিস ও লেহেঙ্গা ৪০ পিস) ১ ব্যক্তিকে আটক করা হয়। এসব কাপড়ের আনুমানিক বাজার ম্ল্যূ ১৬ কোটি ২০ লাখ ৫৪ হাজার ৫০০ টাকা। আটক ব্যক্তি মো. আনোয়ার হোসেন কুমিল্লা জেলার দেবীদ্বার থানার এলাহাবাদ এলাকার বাসিন্দা। জব্দকৃত শাড়িকাপড় ও আটক ব্যক্তিকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়