বোটানিক্যাল গার্ডেনে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামীর স্বীকারোক্তি

আগের সংবাদ

বিদেশে বাংলাদেশের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা : কী করছেন কূটনীতিকরা

পরের সংবাদ

এসএমসিসিআই নেতা জলিল পেলেন জাতীয় মানবকল্যাণ পদক

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) এর প্রতিষ্ঠাতা পরিচালক, বর্তমান ১ম সহসভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল জব্বার জলিল ‘প্রান্তিক, অনগ্রসর ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা, আত্মনির্ভরশীলকরণ ও কর্মসংস্থান সৃষ্টি’র ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ প্রথমবারের মতো সরকার ঘোষিত ‘জাতীয় মানবকল্যাণ পদক-২০২০’ অর্জন করেন। গত সোমবার আগারগাঁওয়ের সমাজসেবা অধিদপ্তরে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, এমপি এ পদক প্রদান করেন। বাংলাদেশের প্রথম ‘জাতীয় মানবকল্যাণ পদক-২০২০’ অর্জন করায় আব্দুল জব্বার জলিলকে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) এর পরিচালনা পর্ষদ ও সদস্যদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। এক অভিনন্দন বার্তায় চেম্বার নেতারা বলেন, আব্দুল জব্বার জলিলের বাংলাদেশের প্রথম ‘জাতীয় মানবকল্যাণ পদক-২০২০’ সম্মাননা অর্জন করায় সিলেট মেট্রোপলিটন চেম্বার তথা সারা সিলেট গর্বিত। বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়