বিএনপি নেতা খন্দকার মাহবুব হোসেন আর নেই

আগের সংবাদ

দেশজুড়ে জেঁকে বসেছে শীত : উত্তররাঞ্চলের কয়েক জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ > জনজীবন বিপর্যস্ত > বাড়ছে ঠাণ্ডাজনিত রোগবালাই

পরের সংবাদ

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী : দেশের অর্থনীতিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়বে

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা পৃথিবীতে অর্থনৈতিক প্রভাব পড়বে এবং এ প্রভাব আমাদের দেশেও পড়তে পারে। সেজন্য আগাম প্রস্তুতির জন্য মানুষকে প্রস্তুত থাকার জন্য পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে আমরা আশাবাদী এ দেশের মানুষের এ ধরনের কোনো অবস্থা মোকাবিলা করতে হবে না।
গতকাল রবিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চান্দরাস্থ জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি হাই স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠিত বই বিতরণী উৎসবে বক্তব্য দেন- মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মেজবাহ উদ্দিন, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মুরাদ কবির, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শিকদার মোশারফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আকবর আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সেলিম আজাদ প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়