বিএনপি নেতা খন্দকার মাহবুব হোসেন আর নেই

আগের সংবাদ

দেশজুড়ে জেঁকে বসেছে শীত : উত্তররাঞ্চলের কয়েক জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ > জনজীবন বিপর্যস্ত > বাড়ছে ঠাণ্ডাজনিত রোগবালাই

পরের সংবাদ

বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত কৃষি সচিবের শ্রদ্ধা

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন কৃষি মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব ওয়াহিদা আক্তার।
গতকাল রবিবার দুপুর ১২টায় জাতির পিতার সমাধিসৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এরপর পৃথকভাবে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমির মহাপরিচালক মাহমুদুল হাসান, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ, প্রধান প্রকৌশলী (নির্মাণ) সুলতান আহমেদ, প্রধান প্রকৌশলী (সওকা) স্বপন কুমার হালদার, প্রধান প্রকৌশলী (ক্ষুদ্রসেচ) পরিতোষ কুমার কুণ্ডু।
এ সময় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক শাহজাহান কবির, গোপালগঞ্জের কৃষি অধিদপ্তরের উপপরিচালক ড. অরবিন্দ রায়, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, টুঙ্গিপাড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জামাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে পবিত্র ফাতেহা পাঠ করে ১৫ আগস্টে বঙ্গবন্ধুসহ তার পরিবারের নিহত সব শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর সমাধি সৌধের বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন কৃষি মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব ওয়াহিদা আক্তার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়