বিএনপি নেতা খন্দকার মাহবুব হোসেন আর নেই

আগের সংবাদ

দেশজুড়ে জেঁকে বসেছে শীত : উত্তররাঞ্চলের কয়েক জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ > জনজীবন বিপর্যস্ত > বাড়ছে ঠাণ্ডাজনিত রোগবালাই

পরের সংবাদ

পরমাণু শক্তি কমিশন : অধ্যাপক অশোক কুমার পাল নতুন চেয়ারম্যান

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বিশিষ্ট নিউক্লিয়ার মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. অশোক কুমার পাল বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান (চলতি দায়িত্ব) পদে নিয়োগ পেয়েছেন। গত ২৭ ডিসেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে, তাকে এ নিয়োগ দেয়া হয়। কমিশনের চেয়ারম্যান পদে যোগদানের পরপরই তিনি ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় কমিশনের সদস্য প্রকৌশলসহ প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের পরিচালক ও প্রধানরা এবং পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক ও অন্য কর্মকর্তা/কর্মচারী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
অধ্যাপক ডা. অশোক কুমার পাল, সাতক্ষীরা জেলার তালা থানার কানাইদিয়া গ্রামের সম্ভান্ত পরিবারের সন্তান। তিনি ১৯৯০ সালে মেডিকেল অফিসার হিসেবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যালায়েড সায়েন্সেস, খুলনায় যোগদান করেন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯২ সনে নিউক্লিয়ার মেডিসিনের উপর স্নাতকোত্তর ডিপ্লোমা লাভ করেন। দেশি ও আন্তর্জাতিক জার্নালে তার ১০০ টিরও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি চিকিৎসা সেবা ও গবেষণার পাশাপাশি চিকিৎসা শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। চেয়ারম্যান পদে নিযুক্ত হওয়ার আগে তিনি কমিশনের সদস্য (জীববিজ্ঞান) হিসেবে কমিশনের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী কার্যক্রমে অবদান রাখেন।
তিনি দীর্ঘকাল খুলনায় ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যালায়েড সায়েন্সেসের পরিচালক ছিলেন।
২০০৫ সালে ঝড়পরবঃু ড়ভ ঘঁপষবধৎ গবফরপরহব বিষয়ে ‘ণড়ঁহম ঝপরবহঃরংঃ অধিৎফ’ লাভ করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়