রাজধানীর বাজারদর : সবজিতে স্বস্তি মাছ-ডিমের দাম অপরিবর্তিত

আগের সংবাদ

বই সংকটে উৎসবে ছন্দপতন : শিক্ষার্থীদের হাতে দেয়া হয় একটি-দুটি অথবা গতবছরের বই > ফেব্রুয়ারির আগে সব শিক্ষার্থী বই পাবে না

পরের সংবাদ

এমটিবি : চেয়ারম্যান মালেক ভাইস চেয়ারম্যান মঞ্জুর এলাহী

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

মো. আব্দুল মালেক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের (এমটিবি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি দেশের খ্যাতিমান শিক্ষাপ্রতিষ্ঠান বুয়েট থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং (সিভিল) ডিগ্রি অর্জন করেন। তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠান শেলটেক কনসালট্যান্টস প্রাইভেট লিমিটেডের (এসসিপিএল) চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
এসসিপিএলের বাস্তবায়নকৃত গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য প্রকল্পগুলো হলো- এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি), ইউনাইটেড ন্যাশনস্ ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি), ইউরোপীয়ান ইকোনমিক কমউিনিটি (ইইসি), ফিনিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি (এফআইএনএনআইডিএ), ইউনাইটেড স্টেটস্ এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি), ইউনাইটেড ন্যাশনস চিলড্রেনস ফান্ড (ইউনিসেফ) এবং ডিপার্টমেন্ট অব ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি) এবং ডিরেক্টরেট জেনারেল ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন (ডিজিআইএস)। গার্মেন্টস শিল্পেও তার রয়েছে ব্যাপক অভিজ্ঞতা। তিনি গত দুই বছর ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এদিকে এমটিবি এবং পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী এমটিবির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এম এ করেছেন। তিনি এমটিবি বোর্ড নির্বাহী পর্ষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশের একটি নেতৃস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান এপেক্স গ্রুপেরও চেয়ারম্যান। তিনি আমেরিকান চেম্বার অব কমার্স (অ্যামচেম), বাংলাদেশ কর্তৃক ‘বিজনেস এক্সিকিউটিভ অব দ্য ইয়ার ২০০০’ এবং ডেইলি স্টার এবং ডিএইচএল ওয়ার্ল্ড-ওয়াইড এক্সপ্রেস দ্বারা স্পনসরকৃত ‘বিজনেস পার্সন অব দ্য ইয়ার ২০০২’ পুরস্কারসহ বাণিজ্য ও শিল্পে অবদানের জন্য বিভিন্ন পুরস্কার জিতেছেন। একজন বিশিষ্ট শিল্পপতি হওয়ার পাশাপাশি তিনি নেতৃত্বের গুণাবলী, পেশাদারিত্ব এবং দেশব্যাপী গ্রহণযোগ্যতার জন্য ১৯৯৬ এবং ২০০১ সালে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা নিযুক্ত হন।
তিনি বর্তমানে এপেক্স গ্রুপের বিভিন্ন কনসার্নসমূহ, গ্রে অ্যাডভারটাইজিং (বাংলাদেশ) লিমিটেড, কোয়ান্টাম কনজিউমার সল্যুশন লিমিটেড, মানুষের জন্য ফাউন্ডেশন, সানবিমস স্কুল লিমিটেড এবং এমটিবি ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত রয়েছেন। বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়