পুঁজিবাজারে ব্যাংকের অতিরিক্ত বিনিয়োগ সীমার মেয়াদ বাড়ল

আগের সংবাদ

নয়া কৌশলে মাঠে কোচিংবাজরা > নতুন শিক্ষাক্রমের কার্যক্রম হবে হাতে-কলমে, নতুন শিক্ষাক্রমে কোচিংয়ের প্রয়োজন পড়বে না : শিক্ষামন্ত্রী

পরের সংবাদ

আজ বিজয়ের দিন

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ২১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

আজ বিজয়ের দিন ওরে ভাই
আজ বিজয়ের দিন,
উড়ছে হাওয়ায় লাল-সবুজের
পতাকা রঙিন।
আজ বিজয়ের দিন ওরে ভাই
আজ বিজয়ের দিন।

চারদিকে আজ খুশির নাচন
আনন্দ ফুলঝুরি,
নীল আকাশের খোলা বুকে
পাখির ওড়াউড়ি।
সূর্য ছড়ায় অমল হাসি
বাজিয়ে আলোর বীণ
আজ বিজয়ের দিন ওরে ভাই
আজ বিজয়ের দিন।

ছেলেপুলে জোয়ান-বুড়ো
বাঁধভাঙা উল্লাসে,
স্বপ্নপূূরণ গান গেয়ে ওই
সুখের ভেলায় ভাসে।
নদীর জলে ঢেউ খেলে যায়
চপল বাধাহীন।
আজ বিজয়ের দিন ওরে ভাই
আজ বিজয়ের দিন।

লক্ষ প্রাণের বিনিময়ে
বিজয় যখন এলো,
বঞ্চিত এই বাঙালিরা
জাতি ও দেশ পেল।
সেই কাহিনি ইতিহাসে
থাকবে অমলিন।
আজ বিজয়ের দিন ওরে ভাই
আজ বিজয়ের দিন।

অহংকারের এই অবদান
রাখব সবাই ধরে,
ভালোবেসে সারা জীবন
অন্তরে অন্তরে।
হেসে-খেলে দিন কাটাব
বিপদ-শঙ্কাহীন।
আজ বিজয়ের দিন ওরে ভাই
আজ বিজয়ের দিন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়