রাজধানীর চকবাজারে হার্ডওয়্যার মার্কেটে আগুন

আগের সংবাদ

বিএসএমআরএইউ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা : আর কোনো কৃষি জমি হারাতে চাই না

পরের সংবাদ

বিজয়ের সুখ

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ১৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বিজয় সুখে ফুল বাগানে ফুটলো হাজার ফুল,
মুক্ত স্বাধীন প্রাণটা আমার করে যে ব্যাকুল।
সবুজ ঘাসে ধানের শীষে শিশিরকণা হাসে,
শাপলা-শালুক মনের সুখে অথই জলে ভাসে।

গভীর রাতের বিমোহিত বিজয়ের ওই সুর,
রাখাল ছেলের মোহন বাঁশি বাজায় সুমধুর।
নদীর বুকে বিজয় মিছিল জল তরঙ্গের ঢেউ,
স্বাধীনভাবে বয়ে চলে দেয় না বাধা কেউ।

কচিকাঁচা ছেলে-মেয়ে বিদ্যালয়ের মাঠে,
প্রভাত-ফেরির সমাবেশে নগ্ন পায়ে হাঁটে।
জ্ঞানী-গুণী কবি শিল্পী দেশকে ভালোবেসে,
নিত্য নতুন কাব্য লেখে আনন্দ-উল্লাসে।

বিজয় সুখে পুব আকাশে সূর্য সেনা ওঠে,
সেই আনন্দে জুঁই চামেলি কুসুমবাগে ফোটে।
পাখপাখালির বিজয় ধ্বনি জয় বাংলার ওই গান,
ধরার মাঝে বাঙালিদের মুক্ত স্বাধীন প্রাণ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়