দৈনিক বাংলার মোড় থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

আগের সংবাদ

কক্সবাজারের জনসভায় প্রধানমন্ত্রী : আগামীতেও নৌকায় ভোট চাই

পরের সংবাদ

তথ্য মজা

প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ৭, ২০২২ , ১২:০৮ পূর্বাহ্ণ

– ১৯৩৪ বিশ্বকাপ ফাইনালে চেকোস্লোভাকিয়ার বিপক্ষে বাঁক খাওয়ানো শটে অবিশ্বাস্য এক গোল করেছিলেন ইতালির রাইমুদো অর্সি। পরদিন অনুশীলনের সময় সাংবাদিকদের পীড়াপীড়িতে ২০ বার ওই ধরনের শট নেয়ার চেষ্টা করেন। একটিবারও সফল হতে পারেননি ওই ইতালিয়ান স্ট্রাইকার!

– রাশিয়ার ওলেগ সালেংকো হচ্ছেন প্রথম কোনো ফুটবলার, যিনি বিশ্বকাপের এক ম্যাচে ৫ গোল করার নজির স্থাপন করেছেন। ১৯৯৪ সালে ক্যামেরুনের বিপক্ষে গোলগুলো করেছিলেন তিনি।

– প্রথম ফুটবলে গোলের ব্যবহার শুরু হয়েছিল ষোড়শ শতাব্দীর শেষের দিকে।

– ফুটবলার নয়, ১৯৩০ বিশ্বকাপে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিতে হয়েছিল ট্রেনারকে। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে আহত নিজ দলের ফুটবলারকে দেখতে মাঠের মধ্যে ছুটে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের ট্রেনার। রেফারির বিপক্ষে ক্ষোভ জানাতে গিয়ে তিনি হাতের ব্যাগ ছুড়ে মারেন মাটিতে। এতে ব্যাগে থাকা ক্লোরোফর্মের বোতল ভেঙে যায়। জ্ঞান হারিয়ে ফেলেন ট্রেনার।
– ১৯৯৪ বিশ্বকাপে ক্যামেরুন দলে রিগোবার্ট সংয়ের বয়স ছিল ১৭ বছর ৩৫৮ দিন। আর রজার লার ৪২ বছর ৩৫ দিন। দুজনের বয়সের ব্যবধান ২৪ বছর ৪২ দিন। বিশ্বকাপে একই দলে দুই খেলোয়াড়ের সবচেয়ে বেশি বয়স ব্যবধানের রেকর্ড!

– নারীরা প্রথম ফুটবল খেলেছিল ১৫৮০ সালে।
– ২০১৮ বিশ্বকাপে উরুগুয়ের মিডফিল্ডার রদ্রিগো বেনতাঙ্কুর নিজের জন্মদিনে রাশিয়ার বিপক্ষে হলুদ কার্ড দেখেন। বিশ্বকাপ ইতিহাসে জন্মদিনে কার্ড দেখা মাত্র দ্বিতীয় খেলোয়াড় বেনতাঙ্কুর। ১৯৯৪ বিশ্বকাপে জন্মদিনে লাল কার্ড দেখেন ইতালির জিয়ানফ্রাঙ্কো জোলা।

– কলম্বিয়ার মিডফিল্ডার হুয়ান কুয়াদ্রাদো বিশ্বকাপে ২টি গোল করেছেন। প্রথমটি ২০১৪ সালে ২৪ জুন জাপানের বিপক্ষে। ঠিক চার বছর পর ২০১৮ সালের ২৪ জুন বিশ্বকাপে দ্বিতীয় গোলটি পান কুয়াদ্রাদো, এবার পোল্যান্ডের বিপক্ষে।

– রাশিয়ার ওলেগ সালেংকো হচ্ছেন প্রথম কোনো ফুটবলার, যিনি বিশ্বকাপের এক ম্যাচে পাঁচ গোল করার নজির স্থাপন করেছেন। ১৯৯৪ সালে ক্যামেরুনের বিপক্ষে গোলগুলো করেছিলেন তিনি।

– সবচেয়ে কম বয়সে বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছেন যুক্তরাষ্ট্রের টনি মিওলা। ১৯৯০ সালে চেকোসেøাভাকিয়ার বিপক্ষে ম্যাচে নেতৃত্ব দেয়ার সময় তার বয়স ছিল ২৩ বছর।

– ২০৩৮ সালে অনুষ্ঠিত হবে ২৬তম বিশ্বকাপ। সেটি হবে বর্তমান ট্রফিতে শেষ বিশ্বকাপ, এরপর আর বিজয়ীর নাম লেখার জন্য কোনো স্থান বাকি থাকবে না এ ট্রফিতে।

– বিশ্বকাপের খেলা প্রথম টেলিভিশনে সম্প্রচার হয় ১৯৫৪ সালে। এ সময় সারা বিশ্বে এটি ছিল সর্বাধিক প্রচারিত ক্রীড়া ইভেন্ট।

– একমাত্র দল হিসেবে ২২টি বিশ্বকাপেই খেলেছে ব্রাজিল।

– সবচেয়ে বেশি লাল কার্ড দেখানো হয়েছে ২০০৬ সালে। সে বছর ২৮ জন খেলোয়াড়কে লাল কার্ড দেখানো হয়।

– শাহীদ হাসান

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়