প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল ১৪ ডিসেম্বর

আগের সংবাদ

১৭২ দেশে শ্রমবাজার : রেমিট্যান্স কমছে যে কারণে

পরের সংবাদ

সিসিকে সিএলসিসির প্রথম সভা

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৩০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

সিলেট ব্যুরো : সিলেট মহানগরকে বাসযোগ্য ও আধুনিক করার লক্ষ্যে যাত্রা শুরু করল সিলেট সিটি করপোরেশন সিটি লেভেল কোঅর্ডিনেশন কমিটি (সিএলসিসি)। গতকাল মঙ্গলবার সকালে জাইকার সহযোগিতায় স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন নির্দেশিকা অনুযায়ী ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অব সিটি করপোরেশন (সিফোরসি) প্রকল্পের মাধ্যমে গঠিত সিএলসিসি’র সভা অনুষ্ঠিত হয়। সিএলসিসি কমিটির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী সভায় সভাপতিত্ব করেন।
সিসিকের জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক ও জাইকা বাংলাদেশের চিফ কোঅর্ডিনেটর মিস নাও কু আনজাই।
কমিটির প্রথম সভায় সিলেট সিটি করপোরেশনের বার্ষিক প্রতিবেদন ২০২১-২০২২, বাৎসরিক বাজেট, উন্নয়ন প্রকল্পগুলো, রাজস্ব আদায়, বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশগত বিষয়ে মাল্টিমিডিয়া উপস্থাপনা করেন সিসিকের সহকারী প্রকৌশলী জয়দেব বিশ্বাস প্রমুখ।
সিএলসিসি সম্পর্কে মাল্টিমিডিয়া উপস্থাপন করেন জাইকা বাংলাদেশের স্থানীয় সরকার বিশেষজ্ঞ ব্রজ কিশোর ত্রিপুরা। সভায় বক্তব্য রাখেন রাজনীতিবিদ ও বিশিষ্ট আইনজীবী বেদানন্দ ভট্টাচার্য্য, সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকবাল সিদ্দীকি, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি আল আজাদ, বিশিষ্ট আইনজীবী এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, বেসরকারি হাসপাতাল ওনার্স এসোসিয়েশনের সভাপতি ডা. নাসিম হোসেইন, শিল্পপতি এম এ মান্নান প্রমুখ। সিএলসিসি কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, রামকৃষ্ণ মিশন ও আশ্রমের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন সিসিক কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ মোহাম্মদ তৌফিক বকস, কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, কাউন্সিলর এবিএম উজ্জ্বল, কাউন্সিলর ইলিয়াছুর রহমান প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়