মৃত্যুবার্ষিকী আজ : সাবেক মেয়র হানিফ স্মরণে নানা কর্মসূচি

আগের সংবাদ

সমাবেশ ঘিরে দুপক্ষের হুঙ্কার : বিএনপি নেতাদের বক্তৃতায় প্রচ্ছন্ন হুমকি > ছাড় না দেয়ার ঘোষণা আওয়ামী লীগ নেতাদের

পরের সংবাদ

নতুন রোগী ৩৬৬ : দীর্ঘদিন পর ডেঙ্গুতে মৃত্যুহীন দিন

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : বেশ কয়েকদিন পর ডেঙ্গুতে মৃত্যুহীন একটি দিন দেখল দেশ। চলতি বছরের প্রথমার্ধে ডেঙ্গুজ¦রে মাত্র একজনের প্রাণহানি ঘটলেও দ্বিতীয়ার্ধে এসে পরিস্থিতি পাল্টে যায়। এডিস মশাবাহিত এই জ¦রে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ক্রমে ঊর্ধ্বমুখী হওয়ার পাশাপাশি বাড়তে থাকে মৃত্যুর সংখ্যাও। ইতোমধ্যে ডেঙ্গুতে সর্বোচ্চ প্রাণহানির রেকর্ড ছাড়িয়ে গেছে। গত দুই মাসে এমন দিন খুব কমই গেছে, যেদিন ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি।
গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো বিজ্ঞপ্তি অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩৬৬ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হলেও এই সময়ে কারো মৃত্যু হয়নি। এর আগে রবিবার দেশের বিভিন্ন হাসপাতালে ৫২৩ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছিল। মৃত্যু হয়েছিল ৩ জনের। শনিবার রোগী ছিল ৪৬২ জন ও মৃতের সংখ্যা ছিলো ২ জন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় ভর্তি ৩৬৬ জন রোগীর মধ্যে ২১০ জন ঢাকার এবং ১৫৬ জন ঢাকার বাইরের। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গুরোগীর সংখ্যা ১ হাজার ৮৩৭ জন। এর মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ১ হাজার ৮৪ জন এবং ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি আছেন ৭৫৩ জন।
অন্যদিকে, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি দৈনিক সর্বোচ্চ রোগী ছিল ২ নভেম্বর। ওইদিন ১ হাজার ৯৪ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছিল। আর ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু হয় ৩ নভেম্বর। মৃতের সংখ্যা ছিল ৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর (১ জানুয়ারি থেকে ২৮ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৫৬ হাজার ৪৯৬ জন। এই জ¦রে আক্রান্ত হয়ে মারা গেছে ২৪৭ জন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫৪ হাজার ৪১২ জন। মাসভিত্তিক হিসাব অনুযায়ী, জানুয়ারিতে ১২৬ জন, ফেব্রুয়ারিতে ২০ জন, মার্চে ২০ জন, এপ্রিলে ২৩ জন, মে মাসে ১৬৩ জন এবং জুনে ৭৩৭ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই ৬ মাসে মৃত্যু হয়েছে ১ জনের। জুলাই মাসে রোগী ছিল ১ হাজার ৫৭১ জন আর মারা গেছেন ৯ জন। আগস্টে রোগী ছিল ৩ হাজার ৫২১ আর ১১ জনের মৃত্যু হয়েছিল। সেপ্টেম্বরে রোগী ছিল ৯ হাজার ৯১১ জন, মৃত্যু হয় ৩৪ জনের। অক্টোবর মাসে রোগীর সংখ্যা ছিল ২১ হাজার ৯৩২ জন আর ৮৬ জনের মৃত্যু হয়। নভেম্বরের ২৮ তারিখ (সকাল ৮টা পর্যন্ত) রোগীর সংখ্যা ১৮ হাজার ৪৭২ জন এবং মৃত্যু হয়েছে ১০৬ জনের।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়