রিমান্ড শেষে মহিলা দল নেত্রী সুলতানা কারাগারে

আগের সংবাদ

দেশে কোনো দুর্ভিক্ষ হবে না > সোহরাওয়ার্দীর জনসমুদ্রে প্রধানমন্ত্রী : যারা বলেছিল বাংলাদেশ শ্রীলঙ্কা হবে, তাদের মুখে ছাই পড়েছে

পরের সংবাদ

সে চলে গেলো

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

এই বাংলার আম-জাম-কাঁঠাল, তাল-তমাল-হিজলের
স্নেহ মাখা ছায়া মাড়িয়ে
মায়া মমতা আবেগ অনুভূতিকে তুচ্ছ করে
চলে গেলো সে।

সবুজ ফসলের মাঠ, মাঝির ভাটিয়ালি সুর
গাঁয়ের আঁকা-বাঁকা মেঠো পথের মনোরম নিসর্গ
আদিগন্ত হলুদাভ সর্ষেক্ষেত
ভালোবাসার স্বর্গোদ্যান রচনায় তার হৃদয়ে আলোড়ন তোলে না।
ভোরের দোয়েল কিংবা সন্ধ্যায় নীড়ে ফেরা
বাবুই পাখিদের কিচিরমিচির কলতান
রাখালের বাঁশির উদাসী সুর, শরতের ধবল জোছনা
জোনাকির ঝিকিমিকি আলো যে ফিরে দেখলো না।
বাংলার আকাশ বাতাস নদীর ‘যেও না যেও না’
আকুল আহ্বানও তাকে থামাতে পারলো না-
সে চলে গেলো।

লন্ডন, নিউইয়র্ক কিংবা অন্টারিও’র ঝলমলে আলোর
ঐশ্বর্যময় রঙিন জীবনের হাতছানি
লালপেড়ে সবুজ জমিনের তাঁতের শাড়ির মোড়কে
আটকে রাখা কী যায়?

কতটা বছর গেলো হিসেব রাখিনি তার
চল্লিশ কিংবা পঞ্চাশ হবে হয়তো বা।
এখন নেই তার সেই বাহারি যৌবন, লাবণ্য গেছে ফুরিয়ে
মেকাপের আড়ালে তার বীভৎস মুখমণ্ডল- সারা অঙ্গ।

দুই.
এই এতোটা বছর পর শ্যামল বাংলার আদিগন্ত
মনোরম সর্ষেক্ষেতের হলুদ ফুলে মধু আহরণে ব্যস্ত
মৌমাছির মতো ফিরে আসতে চায় সে-
এমন সংবাদে
তাঁতীর চরকা, চাষার কাস্তে, কামারের হাতুড়ি
বুনো হাঁস, বনের হরিণ, গোয়ালের গরু
বাংলার নদী, ছায়া সুনিবিড় পথঘাট
দারুণ রোষে জানালো প্রতিবাদ।
শুধু চাঁদ তার উদারতার হাত প্রসারিত করে বললো-
‘ওকে আসতে দাও। আমার ধবল জোছনায় শুদ্ধ করে
পূতপবিত্র মানুষরূপে ফিরিয়ে দেবো ওকে এই বাংলায়।’

চাঁদের এ আহ্বানে শালিক দোয়েল বুলবুলি
ডাকলো প্রতিবাদ সভা
তাদের সমর্থনে এগিয়ে এলো ভাঁটফুল
আকন্দবন, রক্তজবা আর পদ্মবিলের লাল পদ্ম
সমবেত সকলের সিদ্ধান্তে ঘোষিত হলো-
এ বাংলায় আর কখনো ঠাঁই হবে না তার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়