রিমান্ড শেষে মহিলা দল নেত্রী সুলতানা কারাগারে

আগের সংবাদ

দেশে কোনো দুর্ভিক্ষ হবে না > সোহরাওয়ার্দীর জনসমুদ্রে প্রধানমন্ত্রী : যারা বলেছিল বাংলাদেশ শ্রীলঙ্কা হবে, তাদের মুখে ছাই পড়েছে

পরের সংবাদ

মার্কিন নির্বাচন : বাংলাদেশি বংশোদ্ভূত ৪ জনের বাজিমাত

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : গত মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে রিপাকলিকান ও ডেমোক্র্যাটদের জয়ের পাল্লা নিয়ে টানাটানি থাকলেও বাংলাদেশি বংশোদ্ভূত চারজন ঠিকই বিজয়কে নিশ্চিত করেছেন। নির্বাচনে বিজয়ী চার বাংলাদেশির মধ্যে রয়েছেন- জর্জিয়া স্টেট সিনেটর শেখ রহমান ও নাবিলা ইসলাম, কানেকটিকাট স্টেট সিনেটর মো. মাসুদুর রহমান। এরা তিনজনই ডেমোক্র্যাটিক পার্টির হয়ে প্রতিদ্ব›িদ্বতা করেন। অন্যদিকে হ্যাম্পশায়ার হাউজ অব রিপ্রেজেন্টেটিভস পদে পঞ্চমবারের মতো বিজয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী বাংলাদেশি বংশোদ্ভূত আবুল খান। নির্বাচনে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা বাকি থাকলেও এই চারটি আসন থেকে জয় নিশ্চিত করেছেন বাংলাদেশি আমেরিকানরা।
এবারের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ নিয়ে ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। বুধবার ফল ঘোষণা শুরুর পর থেকে কোনো দল কংগ্রেসের নিয়ন্ত্রণ নিচ্ছে তা এখনো স্পষ্ট নয়। কংগ্রেসের নিয়ন্ত্রণ কোনো দলের হাতে থাকবে তা এখনো অনিশ্চিত। সবার চোখ অ্যারিজোনা ও নেভাদা অঙ্গরাজ্যের সিনেট আসনের ফলাফলের দিকে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়