রিমান্ড শেষে মহিলা দল নেত্রী সুলতানা কারাগারে

আগের সংবাদ

দেশে কোনো দুর্ভিক্ষ হবে না > সোহরাওয়ার্দীর জনসমুদ্রে প্রধানমন্ত্রী : যারা বলেছিল বাংলাদেশ শ্রীলঙ্কা হবে, তাদের মুখে ছাই পড়েছে

পরের সংবাদ

পুঁজিবাজার চিত্র : সূচক বাড়লেও আস্থা ফেরেনি

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : সপ্তাহের প্রথম কর্মদিবসে গত রবিবার সূচক ৫ পয়েন্ট বাড়ার পর টানা তিন কর্মদিবস পতনে আস্থার সংকট দেখা দেয়। গতকাল শেষ কর্মদিবস বৃহস্পতিবারও সেখানেই থাকল পুঁজিবাজার। গতকাল সূচকে সামান্য পয়েন্ট যোগ হলেও লেনদেন ৬ কর্মদিবস পরে হাজার কোটির নিচে নামল, যেটি ৭ কর্মদিবসের মধ্যে সর্বনি¤œ। ঢাকা স্টক এক্সচেঞ্জ বা ডিএসইতে গতকাল হাতবদল হয়েছে ৭৯৭ কোটি ৯৩ লাখ ৯৭ হাজার টাকার, যা আগের দিনের চেয়ে ২২০ কোটি ৯১ লাখ ৩৫ হাজার টাকা কম। গত বুধবার লেনদেন ছিল ১ হাজার ১৮ কোটি ৮৫ লাখ ৩২ হাজার টাকা। এর আগে হাজার কোটির নিচে লেনদেন হয়েছিল ১ নভেম্বর। ওইদিন হাতবদল হয়েছিল ৯০২ কোটি ৮৩ লাখ ১১ হাজার। গতকালের চেয়ে কম লেনদেন হয়েছিল তারও এক দিন আগে, অর্থাৎ ৩১ অক্টোবর। সেদিন হাতবদল হয় ৭৬৯ কোটি ২৫ লাখ ৫৫ হাজার টাকা।
ব্রোকারেজ হাউসে চেক জমা দিয়ে নগদায়নের আগে শেয়ার কেনা যাবে না বলে ১১ অক্টোবর বিএসইসির নির্দেশনার পর পুঁজিবাজারে ফের দরপতন শুরু হয়। ৩০ অক্টোবর সিদ্ধান্ত পাল্টানোর পর ফ্লোর প্রাইস থেকে শেয়ারগুলো বের হতে শুরু করে। গত সপ্তাহের বুধ, বৃহস্পতির পর চলতি সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবারও এই প্রবণতা দেখা যায়। এরপর বিএসইসি ও আইএমএফের বৈঠক নিয়ে উৎকণ্ঠায় শুরু হওয়া পতনে আবারো ফ্লোর প্রাইসে লেনদেনের সংখ্যাটা বাড়তে থাকে। গতকাল দরবৃদ্ধির তুলনায় দরপতনের সংখ্যা বেশি থাকলেও সূচকে পয়েন্ট যোগ হওয়ার কারণ, সেগুলো সূচকে খুব বেশি প্রভাব ফেলতে পারেনি। সেইসঙ্গে বিপুলসংখ্যক শেয়ারের লেনদেন হয়েছে আগের দরে, যেগুলোর দুই-একটি ছাড়া সবই ফ্লোর প্রাইসে লেনদেন করছে।
দিনের শুরুতে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আশার সঞ্চার হয়েছিল। ৮ মিনিটেই সূচক আগের দিনের চেয়ে ৩২ পয়েন্ট বেড়ে যায়। এরপর ক্রমাগত দরপতনে দুপুর ১২টা ২১ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট কমে দাঁড়ায় ৬ হাজার ৩৪৬ পয়েন্টে। সেখান থেকে ৩ পয়েন্ট বেড়ে লেনদেন শেষ হয়।
ডিএসইএক্সের অবস্থান ছিল ৬ হাজার ৩৫৩ পয়েন্টে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়