বামপন্থি ছাত্রসংগঠন : প্রতিবেদন পেছাল পুলিশের ওপর হামলা মামলার

আগের সংবাদ

শিক্ষকদের উন্নয়নের কথা শোনাবেন শিক্ষামন্ত্রী

পরের সংবাদ

মেঘদুপুরে রোদদুপুরে

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

মেঘদুপুরে রোদের ঝিলিক
দুটিই যেন আকাশপাখি
এদিকে যায় ওদিক ঘোরে
যেন আমার মন-জোনাকি!

জারুলবনে কাকের বাসা
হয় না দেখা মাছ-জলাধার
গরুর সাথে রাখাল হয়ে
হই না মোটে মাঠ পারাপার।

সুবোধ ছেলের মতোই আমি
ঘরে থেকে মনের জালে
বুনতে থাকি ভাবনাগুলো
হয় না নামা বিল ও খালে।

এমন দুপুর ডাকছে কাছে
তাই নেমেছি গুটাল হাতে
চেনাজানা মাঠ ও বনে
ঘুরছি আকাশপাখির সাথে।
ধানের পাতায় ফড়িং নাচে
ভরদুপুরে- ফিঙে দোলে
আমায় মাগো আর ডেকো না
এই এখনই ফিরতে কোলে।

মেঘ ও রোদের লুকোচুরি
বাইরে এলেই চোখে পড়ে
শরৎ-মেঘের এই প্রকৃতি
যায় কি দেখা থাকলে ঘরে?

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়