মুন্সীগঞ্জে গুলিবিদ্ধ হয়ে প্রতিবন্ধী বৃদ্ধের মৃত্যু

আগের সংবাদ

ব্যাংকের দোষেই বাড়ছে খেলাপি : খেলাপি ঋণের জন্য মূলত দায়ী সংশ্লিষ্ট ব্যাংকের মন্দ ব্যবস্থাপক, এমডি ও চেয়ারম্যানরা

পরের সংবাদ

রাসেলের স্মৃতি

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

তুমি নেই বলে গানের পাখিরা
ডালে বসে চেয়ে থাকে,
দৃষ্টি উদাস মনমরা হয়ে
কার ছবি যেন আঁকে।

বাগানের ফুলে প্রজাপতিগুলো
ওড়ে যেন মুখ বুঁজে,
ব্যথিত হৃদয় নিয়ে সারাক্ষণ
কাকে তারা চলে খুঁজে।

বাকুম হারানো পায়রার ঠোঁট
শুধু কেঁপে কেঁপে ওঠে,
ওদের চোখের তারায় তারায়
কার ছবি যেন ফোটে।

আঙিনার পাশে সবুজ ঘাসেরা
দেয় বারেবারে উঁকি,
কার সে নিবিড় ছোঁয়ার অভাবে
তারা হয়ে আছে দুখি।

অভিমান করে লুকিয়ে রাসেল
আসে না সে কাছে ফিরে,
বেদনায় ঢাকা হৃদয় আকাশ
তার স্মৃতি রাখে ঘিরে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়