মুন্সীগঞ্জে গুলিবিদ্ধ হয়ে প্রতিবন্ধী বৃদ্ধের মৃত্যু

আগের সংবাদ

ব্যাংকের দোষেই বাড়ছে খেলাপি : খেলাপি ঋণের জন্য মূলত দায়ী সংশ্লিষ্ট ব্যাংকের মন্দ ব্যবস্থাপক, এমডি ও চেয়ারম্যানরা

পরের সংবাদ

রাসেলের জন্য ভালোবাসা

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কেউ দেখি সেই খুলছে না মুখ
করলো কী তার অসুখ-বিসুখ!
পাইনে ভেবে হঠাৎ করে আজ গেলো সে কই?
সেই যে তাকে সকাল থেকেই খুঁজছি কী পই পই
খুঁজছি তাকে ঘরের কোনায়, খুঁজছি খাটের তলে
চুপটি করে লুকিয়ে আছে হয় তো খেলার ছলে
উল্টিয়ে সেই মশারিটাকে দেখছি লেপের নিচে
কই, এখানে রাসেল তো নেই সবটা বেবাক মিছে
খুঁজছি তাকে চতুর্পাশে, খুঁজছি বাড়ির লনে
কত্তকিছু হঠাৎ হঠাৎ আসছে আমার মনে
সেই যে রাতের ঘোর কেটেছে ভোর হয়েছে কবে
কী হয়েছে রাসেল সোনার খেলবে না আজ তবে?

বুঝছি না তো ব্যাপারটা কী? কী হলো ধুত্তুরি
মেঘলা আকাশ ঝরছে কেমন বৃষ্টি গুঁড়ি গুঁড়ি
খোপের থেকে পায়রাগুলোয় মেলল না তার ডানা
বাকুম বাকুম শব্দে কেমন ডাকল না একটানা
চারদিকে এক থমথমে ভাব গুমোট গুমোট হাওয়া
সকাল বেলার গানের পাখি ভুলল কি গান গাওয়া
পাইনে ভেবে নামলো হঠাৎ এ কোন পরিস্থিতি
ধুত্তুরি ছাই ভাবছি কী সব? কেন মনের ভীতি!

কই গেলো সেই রাসেল সোনা, কী হল হুট করে
যায়নি তো সে লেকের পাড়ে সাইকেলে তার চড়ে
রাস্তা ধরে হাঁটছি আমি দাঁড়াই মোড়ের পাশে
ভাবছি মনে এই মোড়ে তো রাসেলটা রোজ আসে
কারোর সাথে কোনখানে সে খেলছে বোধয় একা
কিনতু চোখে পড়লো নাতো, পেলাম না তার দেখা
খুঁজতে খুঁজতে সকাল গড়ায়, বাড়লো অনেক বেলা
রাসেল সোনার সঙ্গে আমার আর হলো না খেলা
সূর্য এখন মাথার উপর দুপুর গেল তেতে
শহর জুড়ে খুঁজতে গিয়ে খুব হলো বেগ পেতে
তবুও তাকে পাইনি খুঁজে রোদ হয়ে যায় ফিকে
এখন ভীষণ ক্লান্ত আমি ফিরছি বাড়ির দিকে
বিকেল শেষে সন্ধ্যা এলো নামলো আঁধার জেঁকে
ঘরের সবাই আসলো ছুটে অমনি আমায় দেখে
আগের মত হাসল না কেউ, হয়নি কী উচ্ছল
আঁচল দিয়ে মুছলো মা তার চোখের কোনের জল
দেখছি সবাই মৌন কেমন- বিমর্ষ বাকহারা
মা বলে যে রাসেল এখন দূর আকাশের তারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়