মুন্সীগঞ্জে গুলিবিদ্ধ হয়ে প্রতিবন্ধী বৃদ্ধের মৃত্যু

আগের সংবাদ

ব্যাংকের দোষেই বাড়ছে খেলাপি : খেলাপি ঋণের জন্য মূলত দায়ী সংশ্লিষ্ট ব্যাংকের মন্দ ব্যবস্থাপক, এমডি ও চেয়ারম্যানরা

পরের সংবাদ

আয়রে রাসেল আয়

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

রাসেল রাসেল ডাকছে সবাই রাসেল কোথায় আছে
রাসেল মনি ঘুমিয়ে আছে বুক পকেটের কাছে।
সকাল দুপুর খাঁ খাঁ করে বিরান খেলার মাঠে
ডাকছে রাসেল বাংলা স্যারে পড়ালেখার পাঠে।

সোনার বিকেল ডাকছে কত, ডাকছে খেলার সাথি
ডাকছে কতই চাঁদ তারা আর জোছনা মাখা রাত-ই।
ধানমন্ডির লেকের জলে ভাসছে প্রিয় মুখ
পাখির কণ্ঠে খোঁজে যেন হারানো সেই সুখ।

কৃষ্ণচূড়ার ছায়া ঘেরা ডাকছে বাগান বাড়ি
কোথায় আছে রাসেল সোনা ডাকছে গাছের সারি।
বুড়িগঙ্গা ডাকছে রাসেল আয়রে রাসেল আয়
রাসেল যেন ঢেউয়ের উপর সুরে সুরে গায়।

ডাকছে রাসেল ইশকুল ঘর, প্রিয় বর্ণমালা
পথের ধুলো বলছে ডেকে বুকের ভেতর জ¦ালা।
চতুর্দিকে সবুজ মেখে ফুল ফসলে হেসে
খুঁজবে কোথায়? রাসেল আছে সারা বাংলাদেশে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়