হাসপাতালে ভর্তি আরো ৩৮১ রোগী : ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান মন্ত্রীর

আগের সংবাদ

মহা আড়ম্বরে সমাহিত মহারানি

পরের সংবাদ

ভারতের ভোজ্যতেল আমদানি বেড়েছে

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমার সুযোগ নিচ্ছে ভারত। দেশটি স¤প্রতি এসব তেল আমদানি বাড়িয়েছে। গত মাসে দেশটি ১৩ লাখ ৭৫ হাজার টন ভোজ্যতেল আমদানি করে।
গত বছরের একই সময় আমদানির পরিমাণ ছিল ১০ লাখ ১৬ হাজার টন। সে হিসেবে আমদানি ৩৫ দশমিক ২৯ শতাংশ বেড়েছে। জুলাইয়ে দেশটি ১২ লাখ ৫ হাজার টন আমদানি করেছিল। সে হিসেবেও আমদানি বৃদ্ধি পেয়েছে। এদিকে ভারতের আমদানি বাড়ায় তাৎক্ষণিক প্রভাব পড়েছে মালয়েশিয়ান পাম অয়েলের বাজারে।
বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে বাজার আদর্শটির ভবিষ্যৎ সরবরাহ মূল্য ৫ দশমিক ৮৪ শতাংশ বেড়ে টনপ্রতি ৩ হাজার ৮৯৮ রিঙ্গিতে উন্নীত হয়েছে।
সলভেন্ট এক্সট্রাক্টরস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার (এসইএ) দেয়া তথ্যানুযায়ী, ২০২১-২২ তেলবর্ষের (নভেম্বর-অক্টোবর) প্রথম ১০ মাসে ভারত সব মিলিয়ে ১১ কোটি ৭ লাখ টন ভোজ্যতেল আমদানি করেছে। গত বছরের একই সময় ১০ কোটি ৩৮ লাখ ৬০ হাজার টন আমদানি করা হয়েছিল। সে হিসেবে আমদানি বেড়েছে ৬ দশমিক ৫৮ শতাংশ বেড়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়