বাজারের ব্যাগে মিলল নবজাতকের লাশ

আগের সংবাদ

দেশীয় জ্বালানি উত্তোলনে গুরুত্ব : অনুসন্ধান ও উত্তোলনে মহাপরিকল্পনা > ২০২৫ সালের মধ্যে ৪৬টি কূপ খনন করার উদ্যোগ পেট্রোবাংলার

পরের সংবাদ

ফার্স্ট ফাইন্যান্স : গাউস-উল-ওয়ারা ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী

প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

গাউস-উল-ওয়ারা মো. মোর্তজা গত ৩১ আগস্ট ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন। তিনি ১৯৮৫ সালে বাংলাদেশ শিল্প ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন এবং বিভিন্ন সময়ে একাধিক ব্যাংকের শাখা ব্যবস্থাপক, আঞ্চলিক প্রধান ও প্রধান কার্যালয়ে গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব পালন করেন। দীর্ঘ ৩৬ বছরের বেশি পেশাগত জীবনের শেষভাগে তিনি মার্কেটাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতকোত্তর (ফিন্যান্স) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেজ এডমিনিস্ট্রেশন (আইইবিএ) থেকে এমবিএ সম্পন্ন করেছেন।
এছাড়া তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশের (ডিএআইবিবি) একজন ডিপ্লোমা সহযোগী। বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়