সরকারি তিন ব্যাংকে নতুন এমডি

আগের সংবাদ

নিরাপত্তাহীন নির্মাণের খেসারত

পরের সংবাদ

গুলিস্তান : ভবনের ক্রেন থেকে রড পড়ে আহত ৫ পথচারী

প্রকাশিত: আগস্ট ১৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : রাজধানীর গুলিস্তানে নির্মাণাধীন বহুতল ভবনে ক্রেন দিয়ে রড উঠানোর সময় তা নিচে পড়ে পাঁচ পথচারী আহত হয়েছেন। তারা হলেন- সাহাবুদ্দিন (৪০), মো. সবুজ (৪০), জাকির হোসেন (৩৫), জাহাঙ্গীর হোসেন (৩৪) ও রেজাউল করিম (৩৩)। গতকাল সোমবার রাত ৮টার দিকে হলমার্কেট আজমেরী হোটেলের পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হয়েছে।
আহতরা জানিয়েছেন, রাতে তারা গুলিস্তান হলমার্কেটের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় উপর থেকে অনেকগুলো রড তাদের শরীরের ওপর পড়ে। আহতদের হাসপাতালে নিয়ে আসা মো. হাসান জানান, হলমার্কেটের উপরে নির্মাণকাজ চলছে। রাতে ক্রেনের মাধ্যমে ভবনে রড উঠাচ্ছিলেন শ্রমিকরা। এ সময় ক্রেন থেকে অনেকগুলো রড রাস্তায় পথচারীদের ওপর পড়ে। এতে কয়েকজন পথচারী আহত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, আহতদের মাথায় ও শরীরে আঘাত আছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা দেয়া হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়