ডি-৮ সিসিআই বিজনেস ফোরাম এন্ড এক্সপো শুরু আজ

আগের সংবাদ

জ্বালানি নিয়ে হুলুস্থুল : এক মাসের তেল মজুত, অর্ডার ৬ মাসের > রিজার্ভ কমায় আমাদের ঝুঁকি নেই

পরের সংবাদ

একটু হাসো

প্রকাশিত: জুলাই ২৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুলাই ২৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের রচনা লিখতে বলছেন শিক্ষক-
শিক্ষক : বাতাস, নদী এবং পানি- এ তিনটির যে কোনো একটি বিষয়ের ওপর ২০ লাইন রচনা লেখ।
শিক্ষার্থী : কী বলছেন স্যার! আমি তো কাগজের ওপর ছাড়া অন্য কিছুর ওপর লিখতে পারি না।

২.
কর্মচারী : স্যার, একটা দিন ছুটি চাই।
বস : কেন? আবার কী?
কর্মচারী : স্যার, আমার দাদা।
বস : আবার দাদা? গত তিন মাসে তুমি চারবার দাদির মৃত্যুর কথা বলে ছুটি নিয়েছ।
কর্মচারী : স্যার, এবার আমার দাদার বিয়ে।
৩.
নতুন টিভি কিনে আনলেন জামান সাহেব। হঠাৎ তার কিছু একটা মনে পড়তেই টিভি স্টেশনে ফোন করলেন।
– আমি আপনার এখান থেকে কাল একটি টিভি কিনেছি।
– কোনো সমস্যা? কীভাবে সাহায্য করতে পারি?
– না বলছিলাম কি, বিদ্যুৎ না থাকলেও কি টিভিটা দেখা যাবে?
– কেন নয়! মোমবাতি জ্বালিয়ে দেখবেন।

৪.
প্রতিবেশী : কালু বড় হয়ে তুই কী হতে চাস?
কালু : আমার বাবার মতো আমেরিকার প্রেসিডেন্ট হতে চাই!
প্রতিবেশী : কী বলিস কালু! তোর বাবা আবার আমেরিকার প্রেসিডেন্ট ছিল কবে?
কালু : না, তিনিও আমেরিকার প্রেসিডেন্ট হতে চান আর কি!

:: সংগ্রহ : শাহীদ হাসান

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়