গান আড্ডার ভিডিও চিত্রে ‘পঞ্চাশে আমরা’

আগের সংবাদ

আমদানির সুফল মেলেনি রাজস্বে : বছর শেষে শুল্কেও থাকবে ঘাটতি > মূল্যস্ফীতি বাড়লেও কমেছে ভ্যাট > নজরদারি বাড়ানোর তাগিদ

পরের সংবাদ

শ্রাবণ মেঘ

প্রকাশিত: জুলাই ২০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুলাই ২০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বৃষ্টিমুখর মিষ্টি সকাল
আঁখি তুলে তাকায়,
ধোয়া পাতার ছোঁয়ায় কদম
ওড়ে মনের পাখায়।

বদ্ধ মেঘে সদ্য খেলে
রৌদ্রমাখা বায়ে,
কানা মেঘে নানা রঙে
সাজে নীলের ছায়ে।

ঢালে আকাশ খালে বিলে
ইচ্ছেমতো বারি,
ভরা নদে ত্বরা চলে
ডিঙি সারি সারি।

টইটম্বুর ওই যে মাঠে
লাফায় খলসে পুঁটি,
কানা বগীর ছানা গাছে
হেসে কুটিকুটি।

দৃশ্য এমন বিশ্বজুড়ে
পাওয়াটা কী যে সে!
শ্রাবণ মেঘে গাঁ বন ভেজে
আমার বাংলাদেশে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়