বরিস জনসন : বিয়ের পার্টির পরিকল্পনা বদল

আগের সংবাদ

রপ্তানিতে বিরূপ প্রভাবের শঙ্কা : ইউরোপে মন্দার প্রভাব পড়বে রপ্তানি আয়ে, বিদেশি ক্রেতা ধরে রাখার তাগিদ অর্থনীতিবিদদের

পরের সংবাদ

একটু হাসো

প্রকাশিত: জুলাই ১৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুলাই ১৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বল্টু- এই শার্টটার দাম কত?
দোকানদার- ৭০০ টাকা।
– ২০০ টাকা হবে ভাই?
– কী যে বলেন, না এতো কমে হবে না।
– তাহলে ২২০ টাকা রাখবেন?
– না, একদাম ৫০০ টাকা নিবেন?
– না, আমি ৩০০ দিবো
– শেষ দাম ৪০০ হলে নিয়ে যান।
– না ভাই, শেষ দাম ৩৫০ হলে বলেন, নাইলে আমি যাই।
– আচ্ছা নিয়া যান।
বল্টু শার্ট হাতে নিয়া দিল এক দৌড়।
দোকানদার : কিরে, শার্ট যখন চুরিই করবি তাহলে এতক্ষণ দামাদামি করলি কেন?
বল্টু : আরে, দামাদামি না করলে তোমার ৭০০ টাকা লস হতো, এখন ৩৫০ টাকা লস হইছে!
২.
বল্টু : বাবা, তুমি কি কিছু টাকা বাঁচাতে চাও?
বাবা : অবশ্যই চাই।
বল্টু : তাহলে আমাকে একটি বাইক কিনে দাও।
বাবা : কেন?
বল্টু : তাতে জুতার তলা ক্ষয় কম হবে। আমাকে জুতা কিনে দেয়ার টাকাটা তোমার বেঁচে যাবে।

৩.
বল্টু বাসে যাবার সময় সব সময় দাঁড়িয়ে যায়। তা খেয়াল করে এক কন্ডাক্টর বললো- কিরে তুই সব সময় দাঁড়িয়ে যাস, তোর বাপ কি চৌকিদার ছিলো নাকি?
বল্টুও হেরে যাবার পাত্র নয়! সে বললো- তুই সব সময় টাকা চাস, তোর বাপে কি ভিখারী ছিলো নাকি?

সংগ্রহ : শাহীদ হাসান

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়