অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে দেড় লাখ টাকা খোয়া ব্যবসায়ীর

আগের সংবাদ

কুরবানির পশুর হাট জমজমাট :

পরের সংবাদ

একটি ছেলে

প্রকাশিত: জুলাই ৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুলাই ৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

মোবাইলে সে গেম খেলে না
খেলা করে মাঠে,
মন ছোটে তার সকাল বিকাল
তেপান্তরের হাটে।

পাখির মতো ছুটে বেড়ায়
পাতার বাঁশি হাতে,
ফুলের বনে খেলা করে
প্রজাপতির সাথে।

কাগজ দিয়ে নৌকা বানায়
নৌকা ভাসায় জলে,
শাপলা শালুক তুলতে ছুটে
দূরন্তদের দলে।

কাগজ কেটে বানায় আবার
রঙিন যত ঘুড়ি,
ভালোবাসে ঘুড়ির মত
করতে ওড়াউড়ি।

সেই ছেলেটির চোখে কত
স্বপ্ন খেলা করে,
চাঁদের মত মুখের হাসি
ঝরে ঝরে পড়ে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়